CRPF Recruitment: ভাগ্য খুলতে চলেছে ১৬৯ জনের, দশম শ্রেণী পাশেই চাকরি দেবে সিআরপিএফ

নিজস্ব প্রতিবেদন : চাকরি প্রার্থীদের জন্য এবার সুখবর নিয়ে এলো সিআরপিএফ (CRPF)। তাদের তরফ থেকে এবার ১৬৯ জনকে নিয়োগ করার ঘোষণা করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া চলাকালীন দশম শ্রেণী পাশ চাকরি প্রার্থীরাও আবেদন করতে পারবেন। স্বাভাবিকভাবেই চাকরি প্রার্থীদের কাছে এমন নিয়োগের বিজ্ঞপ্তি সুখবর। আর এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হলেই ভাগ্য খুলে যাবে ১৬৯ জনের।

দেশের বহু চাকরি প্রার্থী রয়েছেন যারা দেশের সুরক্ষায় নিজেদের নিয়োজিত করতে চান। আবার তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা পড়াশোনায় তেমন পটু নন। পড়াশোনায় পটু না হলেও অন্যান্য বিভাগ যেমন খেলাধুলা ইত্যাদিতে যথেষ্ট পটু। এবার সেই সকল চাকরি প্রার্থীদের সুবর্ণ সুযোগ করে দিল আধা সামরিক বাহিনী। ইতিমধ্যেই এই নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে।

আধা সামরিক বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট https://crpf.gov.in/ এ গিয়ে চাকরি প্রার্থীরা এই নিয়োগ সংক্রান্ত আরও তথ্য জানতে পারবেন এবং ওই ওয়েবসাইটেই চাকরির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। সিআরপিএফ-এর তরফ থেকে নতুন এই নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে জানানো হয়েছে, স্পোর্টস কোটায় কনস্টেবল পদে নিয়োগ করা হবে ১৬৯ জনকে।

আরও পড়ুন 👉 Unemployment rate: স্নাতক চাকরি! কত নম্বরে পশ্চিমবঙ্গ, পরিসংখ্যান জেনে গর্বে ভরছে বাঙালিদের

কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর তরফ থেকে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কনস্টেবল (জেনারেল ডিউটি) পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া গ্রহণ বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৬ জানুয়ারি ২০২৪ থেকে এবং তা চলবে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত। অর্থাৎ আবেদনের ক্ষেত্রে চাকরি প্রার্থীরা পুরো এক মাস সময় পাবেন। আবেদনকারীদের সর্বোচ্চ বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছর।

যেহেতু এই নিয়োগ প্রক্রিয়া স্পোর্টস কোটায় হবে তাই জিমন্যাস্টিকস, জুডো, উশু, শ্যুটিং, বক্সিং, অ্যাথলেটিক্স, তীরন্দাজি, তায়কোয়ান্ডো, ক্যারাটে, ভারোত্তোলন, বডিবিল্ডিং, দলগত খেলার মধ্যে রয়েছে আইস হকি ও আইস স্কেটিং, ওয়াটার স্পোর্টসের মধ্যে কায়াকিং ও রোয়িং, সাঁতার ও ডাইভিং, অন্যদিকে ফ্রিস্টাইল ও গ্রেকো-রোমান খেলায় পারদর্শী হতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আবেদনকারীদের আবেদনের সময় এই সকল খেলায় পারদর্শিতার সার্টিফিকেট থাকতে হবে।