রেকর্ড গড়লো তাপমাত্রা, তাপপ্রবাহের সর্তকতা এই সকল জেলায়

নিজস্ব প্রতিবেদন : বাংলা নতুন বছরের শুরুতেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা তুঙ্গে। একদিনেই রেকর্ড গড়লো তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গের পশ্চিমের একাধিক জেলায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ পার করেছে ৪০ ডিগ্রির বেশি। তাপমাত্রার এই হঠাৎ ঊর্ধ্বগতির কারণে সতর্ক ভাবে থাকতে হবে প্রত্যেককে।

হাওয়া অফিসের তরফ থেকে আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট পাওয়া গিয়েছে তাতে লক্ষ্য করা গিয়েছে, শুক্রবার রাজ্যের বাঁকুড়া জেলার তাপমাত্রা ছিল এই মরশুমের রেকর্ড। সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৪৩.৭ ডিগ্রী সেলসিয়াস। পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.১ ডিগ্রী সেলসিয়াস, আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৬ ডিগ্রী সেলসিয়াস এবং বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৫ ডিগ্রী সেলসিয়াস।

এই তাপমাত্রা চলতি মরশুমের রেকর্ড তাপমাত্রা। শুক্রবার থেকে শুরু হওয়া এই তাপদাহ আগামী দিনেও চলবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। তবে এই তাপপ্রবাহের যেমন সর্তকতা রয়েছে, ঠিক তেমনই আবার এই তাপপ্রবাহ থেকেই আসতে পারে স্বস্তি। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আগামী দিন কয়েক তাপপ্রবাহ বজায় থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

তবে এই তাপপ্রবাহের পাশাপাশি বৈকাল বেলায় দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় দমকা হাওয়া এবং বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে তাতে রাস্তাঘাটে বের হওয়ার সময় একাধিক সর্তকতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

তাপপ্রবাহের সতর্কতার পাশাপাশি সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। অন্যদিকে বীরভূমে বৃষ্টির দেখা মিলতে পারে সোমবার এবং মঙ্গলবার। বাঁকুড়ায় বৃষ্টি দেখা মিলতে পারে মঙ্গলবার, এমনটাই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।