১৮ ঊর্ধ্বদের টিকার রেজিস্ট্রেশন নিয়ে বিভ্রান্তি, কবে হবে জানালো কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন : দেশের করোনা পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র সরকারের তরফ থেকে এপ্রিল মাসে ঘোষণা করা হয় ১লা মে থেকে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ করা হবে। আর এই খবর শুনেই কিছুটা হলেও স্বস্তি ফিরে দেশের যুব সম্প্রদায়ের মধ্যে। তবে ১৮ ঊর্ধ্বদের টিকা নেওয়ার আগে রেজিস্ট্রেশন করতে হবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে। আর এই রেজিস্ট্রেশনের দিন নিয়ে একটি বিভ্রান্তি তৈরি হয় দেশজুড়ে। সেই বিভ্রান্তি দূর করতেই কেন্দ্র জানালো কবে থেকে রেজিস্ট্রেশন করা যাবে।

রেজিস্ট্রেশনের দিন নিয়ে বিভ্রান্তি শুরু হয় মূলত একাধিক সংবাদ মাধ্যমে খবরের পরিপ্রেক্ষিতে। যা থেকে জানা গিয়েছিল ২৪ এপ্রিল থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন ১৮ ঊর্ধ্বরা। কিন্তু পরে কেন্দ্রের তরফ থেকে টুইট করে জানানো হয়, ২৪ নয় ২৮ এপ্রিল থেকে রেজিস্ট্রেশন করা যাবে টিকার ওয়েব সাইট অথবা অ্যাপে। অর্থাৎ কেন্দ্রের ঘোষণা অনুযায়ী আগামী বুধবার থেকে ইচ্ছুকরা টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।

কেন্দ্রের তরফ থেকে ২৪ এপ্রিল থেকে রেজিস্ট্রেশনের বিষয়টিকে গুজব বলে দাবি করা হয়েছে। তাদের দাবি, “১৮ ঊর্ধ্বে করোনা টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্তিকরণ শুরু হওয়ার যে খবর বা গুজব ছড়িয়েছে তাতে বিভ্রান্ত হবেন না। ২৮ এপ্রিল থেকে CoWin অ্যাপ ও আরোগ্য সেতু অ্যাপে শুরু হবে এই নথিভুক্তিকরণ। খবরের মধ্যে থাকুন, সুস্থ থাকুন।”


[aaroporuntag]
প্রসঙ্গত, রেজিস্ট্রেশন করার জন্য ইচ্ছুক ব্যক্তিদের একটি মোবাইল নম্বর লাগবে। পাশাপাশি নথী হিসাবে দিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা এই ধরণের বৈধ যেকোনো একটি নথি। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর নির্দিষ্ট দিনে টিকা নিতে হবে এবং টিকা নেওয়ার সার্টিফিকেট ডাউনলোড করা যাবে CoWin অ্যাপ থেকে।