নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে দাঁড়িয়ে রান্নার গ্যাস (Cooking Gas) প্রতিটি গৃহস্থালিদের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সহজেই রান্না হওয়া থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ঝঞ্ঝাট না থাকার কারণেই দিন দিন রান্নার গ্যাস জনপ্রিয়তা অর্জন করছে। তবে এই জনপ্রিয়তাই মূল কাঁটা হয়ে দাঁড়িয়েছে দাম। কেননা প্রতিমাসেই রান্নার গ্যাসের (LPG) দাম নির্ধারণ করা হয়ে থাকে। আর দাম নির্ধারণ করা হলেই দাম কমার থেকে বাড়তেই বেশি সময় দেখা যায়।
ঠিক সেই রকমই নভেম্বর মাসের শুরুতেই রান্নার গ্যাস সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম নির্ধারণ করার সঙ্গে সঙ্গেই দেখা গেল ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। অক্টোবর মাসেও ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছিল, আর এবার নভেম্বর মাসেও দাম বৃদ্ধি পেল। পর পর দু’মাস ১৯ কেজি ওজনের রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার ফলে তা এখন বহু মূল্যবান জিনিসে পরিণত হয়েছে।
গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির তরফ থেকে ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের উপর নতুন দাম নির্ধারণ করার পরিপ্রেক্ষিতে ১ নভেম্বর মধ্য রাত থেকে দাম বেড়েছে ১০৩.৫০ টাকা। মাসের প্রথমেই যে দাম নির্ধারণ করা হয় সেই দাম দিয়েই সারা মাস রান্নার গ্যাস ক্রয় করতে হয় গ্রাহকদের। সুতরাং এবার কালীপুজো থেকে শুরু করে ভাইফোঁটা সহ অন্যান্য উৎসবের মরশুমে বর্ধিত এই দামেই রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে হবে গ্রাহকদের।
নতুন দাম নির্ধারণ করার পর অর্থাৎ ১০৩.৫০ টাকা দাম বৃদ্ধি পাওয়ার পর এখন দিল্লিতে দাম পড়বে সিলিন্ডার প্রতি ১৮৩৩ টাকা, মুম্বাইয়ে দাম পড়বে ১৭৮৫.৫০ টাকা, চেন্নাই দাম পড়বে ১৯৯৯.৫০ টাকা। এদিকে কলকাতায় ১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পড়বে ১৯৪৩ টাকা। অক্টোবর মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১৮৩৯.৫০ টাকা।
অন্যদিকে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম নভেম্বর মাসে অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সাধারণ গ্রাহকদের জন্য যে ২০০ টাকা এবং প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা গ্রাহকদের জন্য ৫০০ (২০০০+৩০০) টাকা ভর্তুকি দেওয়ার ঘোষণা করা হয়েছিল তাও বজায় থাকছে। এক্ষেত্রে নভেম্বর মাসে বাণিজ্যিক রান্নার গ্যাসে অস্বস্তি বাড়লেও গৃহস্থালিদের জন্য ব্যবহৃত রান্নার গ্যাসে স্বস্তি মিলবে।