যুবশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের কামাল! লাভপুরে বিজেপি ছেড়ে ২০০ পরিবার যোগ দিলেন তৃণমূলে

যুবশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার…. এত এত উন্নয়নমূলক প্রকল্প! আর এই সকল উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা পাওয়া এবং প্রকল্পের কথা মাথায় রেখেই এবার বিজেপি ছেড়ে ২০০ পরিবার তৃণমূলের যোগ দিলেন লাভপুরে। লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা এবং অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা ঐ সকল পরিবারের সদস্যদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে এমনটাই দাবি করলেন।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে এমন বড় ভাঙ্গন ধরাতে দেখা গেল লাভপুর বিধানসভার অন্তর্গত ভালাশ গ্রামে। যে গ্রাম দীর্ঘদিন ধরেই বিজেপির ঘাঁটি হিসাবে পরিচিত ছিল। আর এই ঘাঁটিতেই এবার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের হাত ধরে ভাঙ্গন ধরল বলেই জানিয়েছেন বিধায়ক অভিজিৎ সিনহা।

আরও পড়ুন: তিলপাড়া ব্যারেজের পাশেই তৈরি হচ্ছে নতুন বাইপাস, কাজ শেষ হতে কতদিন সময় লাগবে

ভালাস গ্রামের ১৩০ ও ১৩১ নম্বর বুথের প্রায় ২০০ পরিবার শুক্রবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দেয়। এই সকল পরিবারের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে অভিজিৎ সিনহা আরও জানিয়েছেন, হয়তো তারা এতদিন কোন কিছু ভেবে বিজেপি করত। তবে এবার তারা তৃণমূলের হাত ধরল।