Vande Bharat Sleeper: ভারতে চালু হতে চলেছে ২০০টি বন্দে ভারত স্লিপার, বাংলার ভাগ্যে জুটবে কটা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Vande Bharat Sleeper: ভারতীয় রেল হলো দেশের মেরুদন্ড। এর থেকে বৃহত্তম এবং সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা গোটা দেশে নেই। সমাজের যেকোন স্তরের মানুষ খুব সহজেই ভারতীয় রেলের মাধ্যমে তাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবে। কাছে হোক কিংবা দূরে যেকোনো দূরত্ব খুব সহজেই অতিক্রম করা যায় ভারতীয় রেলের মাধ্যমে। আধুনিক প্রযুক্তিসম্পন্ন ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস যার রীতিমতো জনপ্রিয়তা অর্জন করেছে গোটা দেশে। আজকের এই প্রতিবেদনে আমরা নতুন চালু হওয়া বন্দে ভারত এক্সপ্রেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করে নেব।

Advertisements

ভারতীয় রেল ইতিমধ্যেই পরিকল্পনা করেছে যে সারাদেশে মোট ২০০টি বন্দে ভারত স্লিপার ট্রেন ( Vande Bharat Sleeper) চালানো হবে। যেসব যাত্রীরা মাঝারি পাল্লার দূরত্ব অতিক্রম করবে তাদের জন্যই চালু হবে এই স্লিপার ট্রেন। দশটি স্লিপার ট্রেন ইতিমধ্যেই তৈরি হয়েছে এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য। এই ট্রেনগুলো যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করবে এমনটাই আশা করা হচ্ছে। সেগুলি ট্রায়ালের জন্য নামানো হবে। তবে জানেন কি বন্দে ভারত স্লিপার ট্রেনের মধ্যে বাংলার ভাগ্যে কটি ট্রেন জুটবে?

Advertisements

ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি থেকে ইতিমধ্যেই একটি স্লিপার বেরিয়ে গিয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে যে, সেই ট্রেনটি রিসার্চ ডিজাইন স্টান্ডার্ড অরগানাইজেন বা আরডিএসও-র তত্বাবধানে ট্রায়াল রানের জন্য দৌড়বে। মধ্যপ্রদেশের খাজুরাহ থেকে শুরু হবে ওই ট্রায়াল রান। ট্রেনের সহ্য ক্ষমতা, কম্পন মাত্রা ও এর ডায়নামিক পারফরমেন্স দেখার জন্যই এই ট্রায়াল রান করা হয়।

Advertisements

আরও পড়ুন:High Speed Bullet TrainHigh Speed Bullet Train: বন্দে ভারতে ‘বুলেট টুইস্ট’, হাই স্পিড ট্রেন নিয়ে জল্পনা তুঙ্গে

রেল কর্তৃপক্ষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে, একবার যদি ট্রায়াল রান সফল হয় তাহলে বন্দে ভারত স্লিপারকে ( Vande Bharat Sleeper) ট্র্যাকে নামানো হবে। কিন্তু এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি কবে ট্র্যাকে নামানো হবে এই স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসগুলোকে। রেলের হিসেব মত ডিসেম্বর পর্য়ন্ত গোটা দেশে ১৩৬টি বন্দে ভারতে ট্রেন চলছে। এই চেয়ার কার বন্দে ভারত এক্সপ্রেসকে দূরত্ব বাড়িয়ে স্লিপার ট্রেন হিসাবে চালানো হবে।

ভারতীয় রেল ইতিমধ্যেই পরিকল্পনা করেছে যে, মোট ২০০টি স্লিপার ট্রেন চালু করা হবে। বর্তমানে ১০টি স্লিপার ট্রেনের ( Vande Bharat Sleeper) উৎপাদন চলছে। তবে বাংলায় এই ট্রেনগুলোর মধ্যে কটি ট্রেন চলবে তা আদৌ জানা নেই কারোর। সে নিয়ে উত্তর না মিললেও অন্তত একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে যে, বাংলা বঞ্চিত হবে না। বন্দে ভারত স্লিপার ট্রেন এবার দিল্লি, মুম্বই, দক্ষিণ ভারত সহ একাধিক লাইনে হাওড়া, শিয়ালদা থেকেও ছুটবে।

Advertisements