টাকা নিয়ে ৩০টি বাস গেল না সভায়, দেখে নেওয়ার হুঁশিয়ারি অনুব্রতর

লাল্টু : শাসক দলের সভায় বাস পাঠানোর অঙ্গীকারবদ্ধ হয়ে টাকা নেওয়ার পর বাস না পাঠানোর অভিযোগ উঠলো সিউড়ির বীরভূম জেলা বাস মালিক সমিতির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তন্ময় পৈতান্ডির বিরুদ্ধে। আর এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে শাস্তি দেওয়ার কথা বললেন খোদ বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বীরভূম জেলা পরিষদের পরামর্শদাতা অভিজিৎ সিংহকে নির্দেশ দেন, যেন অভিযুক্তকে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

সোমবার খয়রাশোল ব্লকের অন্তর্গত রসা গ্রামে তৃণমূলের একটি সভা ছিল। এই সভামঞ্চে দাঁড়িয়েই অনুব্রত মণ্ডল অভিযোগ করেন, “সিউড়ির তন্ময় পৈতান্ডি ৩০ খানা বাস পাঠানোর জন্য টাকা নিয়েছিল। কিন্তু বাস পাঠায় নায়।” এর পরেই তিনি অভিজিৎ সিংহকে নির্দেশ দিয়ে বলেন, “তুমি সিউড়ি গিয়ে ওকে ডেকে পাঠাবে। যতটা পানিশমেন্ট দেবার আমি কিন্তু দেবো। ছাড়বো না। কারোর রুখে দেওয়ার ক্ষমতা নাই। চ্যালেঞ্জ করলাম। খেসারত তাকে গুনতে হবে।”

ঘটনার পরিপ্রেক্ষিতে তন্ময় পৈতান্ডি জানিয়েছেন, “আজ আমার মেয়ের অষ্টমঙ্গলা ছিল যে কারণে আমি এই পাঁচ পাঠানোর দায়িত্বটা অন্য একজনকে দিয়েছিলাম। পরে শুনলাম কিছু সংখ্যক বাস যায়নি। কিন্তু কেন বাস জোগাড় করে পাঠাতে পারল না তা আমি যাকে দায়িত্ব দিয়েছিলাম তাকে জিজ্ঞেস করবো।”

এযাবত বিরোধীদের বিভিন্ন রাজনৈতিক সভা অথবা কর্মসূচিতে ঠিকঠাক বাস না পাওয়ার অভিযোগ একাধিকবার করতে দেখা গিয়েছে। তবে এবার খোদ শাসক দলের সভায় ঠিকঠাক বাস না যাওয়াই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।