Necessary financial Works: ৩১ মার্চ শেষ দিন, তার আগেই সেরে ফেলতে হবে এই ৪ কাজ, না হলে ভুগবেন

নিজস্ব প্রতিবেদন : দেখতে দেখতে নতুন বছরের তৃতীয় মাস অর্থাৎ মার্চ শেষ হতে চলল। মার্চ মাস শেষ হওয়া মানে আবার একটি অর্থ বর্ষের সমাপ্তি। কেননা এপ্রিল থেকে শুরু হয়ে যাবে নতুন অর্থ বর্ষ। আর এই ৩১ মার্চের মধ্যেই ছেড়ে ফেলতে হবে ৪টি গুরুত্বপূর্ণ কাজ (Necessary financial Works)। যে ৪টি গুরুত্বপূর্ণ কাজ করা না হলে নানান সমস্যায় পড়তে হলেও হতে পারে।

১) অনেকেই রয়েছেন যারা প্রতিবছর ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিয়ে থাকেন। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় তাদের রোজগার এমন জায়গায় পৌঁছে যায় যে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার সময় অনেক বেশি ট্যাক্স দিতে হয়। তবে এমন ট্যাক্স বাঁচানোর জন্য রয়েছে সেভিংস। কিছু সেভিংস রয়েছে যেগুলিতে সঞ্চয় করলে ট্যাক্সের ক্ষেত্রে ছাড় পাওয়া যায়। তবে কেউ যদি এমন প্ল্যান করে থাকেন তাকে ৩১ মার্চের মধ্যেই বিনিয়োগ করতে হবে।

২) যাদের FAStag রয়েছে তাদের আগামী ৩১ মার্চের মধ্যে কেওয়াইসি করিয়ে নিতে হবে। নির্ধারিত ওই সময়ের মধ্যে কেওয়াইসি না করালে ফ্যাসট্যাগ ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে। এর আগেও ফ্যাসট্যাগ কেওয়াইসি করানোর জন্য শেষ দিন নির্ধারণ করে দেওয়া হয়েছিল। যদিও পরবর্তীতে তা বাড়িয়ে করা হয়েছে ৩১ মার্চ।

আরও পড়ুন 👉 RBI Banks Remain Open Notification: রবিবারও খোলা! মার্চ মাসের ‘এই’ রবিবার ব্যাঙ্ক খুলে রাখার নির্দেশ দিল RBI

৩) বেশি সুদে সঞ্চয়ের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি প্রকল্প চালু করা হয়েছে, যার নাম হলো SBI অমৃত কলশ যোজনা। এই প্রকল্পের আওতায় ফিক্সড ডিপোজিটে সাধারণ নাগরিকরা ৭.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৭.৬০ শতাংশ সুদ পেয়ে থাকেন। তবে এই প্রকল্পের মেয়াদ আগামী ৩১ মার্চ শেষ হয়ে যাবে। সুতরাং যারা এই প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী তাদের ৩১ মার্চের মধ্যে বিনিয়োগ করতে হবে।

৪) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আরও একটি প্রকল্প SBI WeCare স্পেশাল ডিপোজিট স্কিমে বিনিয়োগের ক্ষেত্রেও শেষ দিন হল ৩১ মার্চ ২০২৪। যদি এই প্রকল্পে বিনিয়োগের মেয়াদ পুনরায় বৃদ্ধি না করা হয় তাহলে আর এমন সুবিধা পাওয়া যাবে না। যে কারণে যে সকল প্রবীণ নাগরিকরা ৫ থেকে ১০ বছরের জন্য এই প্রকল্পে বিনিয়োগ করতে চান তাদের ৩১ মার্চের মধ্যে বিনিয়োগ করে নিতে হবে।