Odisha Special Trains: রথের সময় সহজেই যাওয়া যাবে পুরি, ২ জোড়া স্পেশাল ট্রেন দিল রেল, দেখে নিন সময়সূচী

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : রথযাত্রা উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জাঁকজমকভাবে নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হলেও ওড়িশার পুরির নিচে সব জায়গা। ওড়িশার জগন্নাথ মন্দিরে রথযাত্রার সময় দূর দূরান্ত থেকে পুণ্যার্থীদের আগমন হয়। লক্ষ লক্ষ পুণ্যার্থীরা রথযাত্রার পুরীতে ভিড় জমান। আর এই সকল পুণ্যার্থীদের বড় অংশ ভারতীয় রেলের (Indian Railways) উপর ভর করেই যাতায়াত করে থাকেন।

ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যেমন পুন্যার্থীরা রথযাত্রায় পুরি এলেও সবচেয়ে বেশি পুণ্যার্থীদের আগমন হয়ে থাকে পশ্চিমবঙ্গ থেকেই। যে কারণে রেল বাংলা থেকে সহজেই পুরি যাওয়ার জন্য ২ জোড়া স্পেশাল ট্রেনের (odisha Special Trains) ঘোষণা করলো। যে দু’জোড়া স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে সেই দু’জোড়া স্পেশাল ট্রেনে চড়ে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা সহজেই পুরি যেতে পারবেন।

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, দু’জোড়া স্পেশাল ট্রেনের মধ্যে একজোড়া ট্রেন শিয়ালদা স্টেশন থেকে যাতায়াত করবে এবং অন্য আরেক জোড়া ট্রেন মালদা টাউন স্টেশন থেকে যাতায়াত করবে। এই ট্রেনগুলিতে চড়ে সোজা রথ এবং উল্টো রথ দুই সময়েই সহজে যাতায়াত করতে পারবেন পুণ্যার্থীরা। এই ট্রেনগুলিতে অন্ততপক্ষে বাড়তি ৮৩০০ যাত্রী পরিষেবা পাবেন।

১) ০৩১০১ স্পেশাল ট্রেনটি আগামী ৬ জুলাই রাত ১২:০৫ মিনিটে শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে। ট্রেনটি চলবে খুরদা রোড স্টেশন পর্যন্ত। শনিবার সকাল ৮ টা ৩০ মিনিটে ট্রেনটি গন্তব্যে পৌঁছে যাবে। খুরদা রোড স্টেশন থেকে পুরীর দূরত্ব ট্রেনে ৫৩ কিলোমিটার। এই ট্রেনটি ফের শিয়ালদা থেকে ছাড়বে ১৩ জুলাই একই সময়ে।

২) ০৩১০২ স্পেশাল ট্রেনটি ৬ এবং ১৩ জুলাই খুরদা রোড স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে। ট্রেনটি খুরদা রোড স্টেশন থেকে ছাড়বে বিকেল ৪:৪০ মিনিটে এবং পরদিন রাত ২ টোয় পৌঁছাবে শিয়ালদা। স্পেশাল এই ট্রেন দুটি যাত্রাপথে শিয়ালদা এবং খুরদা রোড স্টেশন ছাড়াও স্টপেজ দেবে আন্দুল, খড়্গপুর, বালেশ্বর, ভদ্রক, কটক এবং ভুবনেশ্বর স্টেশনে।

আরও পড়ুন 👉 Mount Kailash: বিজ্ঞানীরাও কিনারা করতে পারেন নি! কৈলাস পর্বতের ৫ রহস্য আজও রয়ে গেছে অজানা

৩) ০৩৪১৯ মালদা টাউন স্টেশন থেকে মালতিপাতপুর স্টেশন পর্যন্ত একটি ট্রেন চালানো হবে ৪ জুলাই এবং ১১ জুলাই। রেলের সময়সূচি অনুযায়ী ওই দুদিন সকাল ৯:৩০ মিনিটে মালদা স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে এবং মালতিপাতপুর স্টেশন পৌঁছাবে পরদিন রাত ৩:৫৫ মিনিটে।

৪) ০৩৪২০ মালতিপাতপুর থেকে মালদা টাউন পর্যন্ত ট্রেন ছাড়া হবে ৫ ও ১২ জুলাই। ওই দুদিন ট্রেন দুটি ছাড়বে সকাল ৬টার সময় এবং মালদা টাউন স্টেশন এসে পৌঁছাবে রাত ১১ঃ৪৫ মিনিটে। যাত্রাপথে এই ট্রেনগুলি মালদা টাউন এবং মালতিপাতপুর ছাড়াও স্টপেজ দেবে রামপুরহাট, সাইথিঁয়া, সিউড়ি, অণ্ডাল, আসানসোল, আদ্রা, বাঁকুড়া, মেদিনীপুর, হিজলি, বালেশ্বর, ভদ্রক, কটক এবং ভুবনেশ্বর স্টেশনে। মালতিপাতপুর থেকে পুরি যেতে ট্রেনে সময় লাগে মাত্র ১২ মিনিট।