Bank Loan: লোনের টাকা শোধ করার পরেও ফ্যাসাদে ৪০ উপভোক্তা

Bank Loan: ব্যাংক থেকে লোন নিয়ে টাকা শোধ করার পরেও ফ্যাসাদে পড়লেন ৪০ জন উপভোক্তা। টাকা শোধ করার পরেও কিভাবে ফ্যাসাদে পড়লেন তারা? ভাবতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে বীরভূমে। এমনকি যারা এমন সমস্যার মুখোমুখি হয়েছেন তাদের কাছে নো ডিইউ সার্টিফিকেটও রয়েছে। তবে যা জানা যাচ্ছে তাতে আর ওই সার্টিফিকেটের কোন দাম নেই।

সিউড়ির পুরন্দরপুর এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ওই সকল গ্রাহকরা লোন (Bank Loan) নিয়েছিলেন। কেউ ২ লাখ তো কেউ আবার ১৫ লাখ টাকা পর্যন্ত লোন নিয়েছিলেন। পরবর্তীতে তারা এই টাকা শোধ করেও দেন। কিন্তু লোনের টাকা গ্রাহকদের কাছে এলেও লোন শোধের টাকা গ্রাহকদের লোন একাউন্টে জমা পড়েনি। সেই টাকা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে।

আরও পড়ুন: মরেও শান্তি নেই! বীরভূমের এই গ্রামের মানুষরা কেন মরেও শান্তি পাচ্ছেন না!

আর এই সমস্ত কান্ড ঘটিয়েছেন যে সময় ওই গ্রাহকরা লোন (Bank Loan) নিয়েছিলেন এবং টাকা পরিশোধ করেছিলেন সেই সময়ের ম্যানেজাররা বলেই দাবি করছেন বর্তমান ম্যানেজার শীর্ষেন্দু বাগ। এমনকি এটাও জানা যাচ্ছে, উপভোক্তাদের কাছে যে নো ডিউ সার্টিফিকেট রয়েছে তাও নাকি জালিয়াতি করে বের করা।

এমন ঘটনার পরিপ্রেক্ষিতে সিউড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই সকল উপভোক্তারা। তবে এমন ঘটনার নিষ্পত্তি কিভাবে ঘটবে তা নিয়ে তারা ধোঁয়াশায় রয়েছেন।