ধোনির আমলে বেস্ট পারফরম্যান্স দেখানো ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদন : আচমকাই ১৫ই আগস্ট নীল জার্সিকে বিদায় জানালেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। স্বাধীনতা দিবসের আনন্দের মুহূর্তে হঠাৎ মন ভেঙে গেল হাজার হাজার ক্রিকেটপ্রেমীর। দীর্ঘদিন ধরে চলা নানান জল্পনার অবসান ঘটলো এক নিমেষে। এক মুহূর্তেই যেন বিশ্বের শ্রেষ্ট ফিনিশার একেবারে ‘ফিনিশ’ করে দিলেন সমস্ত বাদানুবাদ।

ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও তাঁর মনমুগ্ধময় ব্যাটিং এবং অতুলনীয় অধিনায়কত্ব বিশ্বের লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমীর মণিকোঠায় ফুটে থাকবে। ভারতকে ২০০৭ সালে টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন, ২০১১-র ৫০ ওভারে চ্যাম্পিয়ন আর ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও শিখরে তুলেছিল মহেন্দ্র সিং ধোনি। যেকারণে তিনি এ দেশ তথা বিশ্বের সফলতম অধিনায়কের মর্যাদা পেয়েছেন। তবে শুধু মাহি একা না, তার আমলে ইন্ডিয়ান টিমের অনেক তাবড় তাবড় ক্রিকেটারদের নামও উঠে এসেছে। চলুন দেখে নেওয়া যাক তেমন ৫ ক্রিকেটার যারা ধোনির আমলে বেস্ট পারফরম্যান্স দেখিয়েছেন।

সুরেশ রায়না : ধোনির পাশাপাশি সুরেশ রায়নাও ১৫ই আগস্ট নিজের অবসর ঘোষণা করেন। ক্রিকেট ক্যারিয়ারে তাঁর এতো সাফল্যের জন্য তিনি মাহিকেই সবথেকে বেশি কৃতিত্ব দিয়েছেন। রায়না অসাধারণ ক্রিকেটার হলেও ধোনির ক্যাপ্টেনসির অধীনে তাঁর পারফরম্যান্স শিখরে ওঠেছিল। শীঘ্রই দুজনে খুব ভালো বন্ধু হন এবং আইপিএলে এক সঙ্গে খেলেন তাঁরা। ধোনি সব সময় রায়নার পাশে ছিলেন। এমনকি যখন রায়না দলে রান তুলতে পারছিলেন না তখন ধোনি তাঁকে সাহায্য করেন এবং বিপরীতে রায়না টিমের মান অফ দ্যা ম্যাচ হন। ভারতীয় ক্রিকেট অবশ্যই এদের দুজনের ডুও মিস করবে।

ইশান্ত শর্মা : ইশান্ত শর্মা কেরিয়ারের শুরু থেকেই ঝড় তুলেছিলেন, তাঁর অসাধারণ পারফরম্যান্স ও তাঁর লম্বা দেহের গঠনের জন্য। কিন্তু বারবার ব্যর্থতা সত্বেও বহুবার তাঁর পাশে দাঁড়াতে দেখা গিয়েছে ধোনিকে। তিনি ইশান্তকে বহু সুযোগ দিয়েছিলেন নিজেকে প্রমাণ করার জন্য। ধোনির অধীনে থেকে তাঁর পারফরম্যান্স বহু গুণ বেড়ে যায়। লং ফরম্যাট ক্রিকেটে তিনি আচ্ছা আচ্ছা বড় ব্যাটসম্যানদের ঘাম ঝরিয়েছেন।

রবীন্দ্র জাদেজা : অন্যতম সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন রবীন্দ্র জাদেজা বিশ্বের। তবে এটাও সবাই এক বাক্যে স্বীকার করে নেবে যে, ভারতীয় দলে ধোনি না থাকলে জাদেজাকে আজ আমরা পেতাম না।

বিরাট কোহলি : কোহলি এবং মাহি দুজনের মধ্যে খুবই গভীর বন্ধুত্বের সম্পর্ক। যখনই ভারতের বর্তমান অধিনায়ককে ‘ক্যাপ্টেন কুল’-এর সম্পর্কে জিজ্ঞেস করা হয় তখনই তিনি মাহির প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। আর হওয়াটাই স্বাভাবিক কারণ ধোনি না থাকলে হয়তো বিরাট কোহলি আজকে ভারতের অন্যতম সেরা ক্রিকেটার হয়ে উঠতে পারতেন না। একটা সময় টেস্ট ক্রিকেটে কোহলির বার বার ব্যর্থতা সত্বেও ধোনি কোনদিনও কোহলির উপর হাল ছাড়েননি। ধোনির নেতৃত্বে বিরাট তাঁর কেরিয়ারের শীর্ষে পৌঁছান এবং বিশ্বের সেরা ব্যাটসম্যান হয়ে ওঠেন। ধোনির নেতৃত্বধীনে কোহলি ২৭ বার ম্যান অফ দ্য ম্যাচ হন।

রোহিত শর্মা : বিরাট কোহলি এবং বর্তমান দলের অন্যান্য সদস্যদের অনেক আগে থেকেই রোহিত শর্মা ভারতীয় দলের অংশ ছিলেন। তিনি বর্তমান ভারতীয় দলের সব থেকে বেশি অভিজ্ঞ প্লেয়ার। ক্রিকেট বিশেষজ্ঞরা ও অনুরাগীরা তাকে ভারতের ‘নেক্সট বিগ থিং’ হিসাবে চিহ্নিত করেছেন। তাই আন্তর্জাতিক ক্রিকেটে পা দেওয়া মাত্রই ভক্তদের কাছে তাঁর প্রতি বহু প্রত্যাশা বহুগুন বেড়ে যায়। কিন্তু রোহিত তাঁর প্রথম আন্তর্জাতিক ম্যাচে খুবই খারাপ পারফর্ম করেন। তবে ধোনির শর্মার প্রতি সম্পূর্ণ বিশ্বাস ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই ডানহাতি ব্যাটসম্যানকে তিনি ম্যাচ ওপেনার করান। ধোনির এই সিদ্ধান্ত ভারতকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে সাহায্য করেছিল। তারপর থেকেই প্রতিটা ম্যাচে তিনি ভারতের ওপেনার হিসেবে স্কোর বোর্ডে ঝড় তুলেছেন।