নিজস্ব প্রতিবেদন : আগামী ২ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2024)। মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে প্রত্যেক বছরই পরীক্ষার্থী থেকে অভিভাবক এবং অন্যান্যদের বেশ কিছু অভিযোগ তুলতে দেখা যায়। এই সকল অভিযোগ থাকে মূলত টুকলি করা থেকে শুরু করে প্রশ্নপত্র ফাঁস এবং অন্যান্য ব্যবস্থা মূলক বিভিন্ন বিষয়। তবে এবার যাতে এই ধরনের কোন অভিযোগ না থাকে তার জন্য পাঁচ নিয়মে বদল আনা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) তরফ থেকে।
এবারের মাধ্যমিক পরীক্ষায় ২ ফেব্রুয়ারি রয়েছে প্রথম ভাষার পরীক্ষা। ৩ ফেব্রুয়ারি রয়েছে দ্বিতীয় ভাষার পরীক্ষা। ৫ ফেব্রুয়ারি ইতিহাস। ৬ ফেব্রুয়ারি রয়েছে ভূগোল পরীক্ষা। ৮ ফেব্রুয়ারি গণিত পরীক্ষা। ৯ ফেব্রুয়ারি রয়েছে জীবন বিজ্ঞান পরীক্ষা। ১০ ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞান এবং ১২ ফেব্রুয়ারি অ্যাডিশনাল পরীক্ষা। এই প্রতিটি পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এমন পরিবর্তন আনা হয়েছে।
১) প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় তার জন্য এবার বিশেষ কোড ব্যবহার করা হবে। এক্ষেত্রে প্রশ্নপত্র বেরিয়ে গেলেও কোথায় থেকে বের হল তা সহজেই ধরে নিতে পারবে বোর্ড এবং সেই মোতাবেক উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। প্রশ্নপত্র থেকে উত্তরপত্র বিভিন্ন জায়গায় এমন কোড আলাদা আলাদা থাকবে। যাতে করে কোনভাবেই বিষয়টি ফাঁকি দেওয়া যাবে না।
২) সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা নিয়ে বিভিন্ন সময় আদালত সহ বিভিন্ন জায়গায় নানান প্রশ্ন ওঠার পরিপ্রেক্ষিতে এবার মাধ্যমিক পরীক্ষা চলাকালীন নিরাপত্তায় কোন সিভিক ভলেন্টিয়ার প্রবেশ করতে পারবেন না।
৩) যেসব স্কুলে বাউন্ডারি ওয়াল নেই, সিসি ক্যামেরা নেই সেইসব স্কুলে কোনভাবেই সেন্টার দেওয়া হবে না।
৪) পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো থেকে শুরু করে অন্যান্য কোনরকম অসুবিধাই যাতে পড়তে না হয় তার জন্য আপাতকালীন সহায়তা দল তৈরি করা হবে।
৫) পরীক্ষা কেন্দ্রগুলিতে অনেক সময় অ্যাটেনডেন্ট বা চতুর্থ শ্রেণীর কর্মীরা কুরিয়ারের কাজ করে থাকেন। এক্ষেত্রে তাদের দিকে নজর রাখতে হবে।