করোনার জেরে ক্রিকেটে বদলে গেল ৫ নিয়ম, সিলমোহর ICC-র

নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের প্রভাব পড়েছে খেলার মাঠেও। অনেক খেলাই বাতিল করতে বাধ্য হয়েছেন উদ্যোক্তারা। অনেক জল্পনার পর এবার কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল আইসিসিও। বদলে ফেলা সিদ্ধান্তগুলি ICC মঙ্গলবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে পেশ করে এর বিষয়ে বিস্তারিত জানালো। করোনা পরিবর্ত বা COVID-19 রিপ্লেসমেন্ট। ‘কনকাশন’ সাবস্টিটিউট-এর পর ক্রিকেটে এটি একটি নতুন সংযোজন।

কিছুদিন আগে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডই (ECB) আইসিসি’র কাছে একটি প্রস্তাব রাখে। প্রস্তাব ছিল করোনা পরবর্তী সময় ক্রিকেট দুনিয়া নিয়ে। করোনার পরে যখন ক্রিকেট শুরু হবে তখন এই পদ্ধতি অবলম্বন করা শুরু হবে।

কি এই নতুন নিয়ম?

টেস্ট ম্যাচ চলাকালীন হতে পারে কোনো ক্রিকেটারের করোনা পজেটিভ ধরা পড়লো। সেক্ষেত্রে তার পরিবর্তে অন্য কোনো খেলোয়াড় ফিল্ডে নামতে পারবেন। এরকমই কিছু প্রস্তাব এসেছিল আইসিসি’র কাছে। এবার এই প্রস্তাবেই সায় দিল বিশ্ব ক্রিকেটার সর্বোচ্চ নিয়ামক সংস্থা ICC।

কি জানানো হয়েছে আইসিসি’র তরফ থেকে?

ICC জানিয়েছে টেস্ট চলাকালীন কোনো ক্রিকেটার বা ক্রিকেটারদের করোনা পজিটিভ ধরা পড়লে তার বদলে অন্য ক্রিকেটার খেলতে পারবেন। তবে এক্ষেত্রে নিয়ম হবে কনকাশন সাবস্টিটিউটের মতো। এর অর্থ কার পরিবর্তে কে নামবেন তা ঠিক করবেন ম্যাচ রেফারিই। প্রসঙ্গত বলে রাখা ভালো যে এই নিয়মটি টোয়েন্টি খেলার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

আর কি কি নিয়ম পরিবর্তন হচ্ছে?

বলে থুতু : এবার থেকে বোলাররা গ্রিপের জন্য কোনোভাবেই বলে থুতু লাগাতে পারবেন না। আগে বোলারদের সবারই এই অভ্যেস কম বেশী ছিল। সেক্ষেত্রে অভ্যাসের বশে কোনো খেলোয়াড় যদি এটি করেন তবে পরিস্থিতি সামলাতে হবে আম্পায়ারকে।বারংবার যদি কেউ এই ভুলের পুনরাবৃত্তি করেন সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেবে ICC।

প্রতি ইনিংসে এই বিষয়ে বোলিং করা দলকে সতর্ক করার দায়িত্ব আম্পায়ারের। তার বেশী যদি ভুল হয় তবে বিপরীত দল অর্থাৎ যে দল ব্যাটিং করছে তারা পাঁচ রান পেনাল্টি হিসেবে পাবে।

আম্পায়ারের নিরপেক্ষতা : ক্রিকেটের ক্ষেত্রে সবসময়ই নিরপেক্ষ আম্পায়ার প্রয়োজন। যাতে পক্ষপাতিত্বের অভিযোগ না ওঠে। কিন্তু আপাতত সেই নিয়ম বাতিল করা হল। আপাতত বলা হয়েছে যে ম্যাচ সামলানোর দায়িত্বে থাকবেন স্থানীয় আম্পায়াররাই।

অতিরিক্ত DRS রিভিউ : ডিআরএস নষ্ট হলেও করোনা পরবর্তী পরিস্থিতিতে  প্রতি ইনিংসে অতিরিক্ত একটি করে ডিআরএস (DRS) দেওয়া হবে দুই দলকে। আম্পায়ারদের যাতে ম্যাচ পরিচালনা করতে সুবিধা হয় সেইজন্যই এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে ICC। এর পর যখন বাইশ গজে খেলা শুরু হবে তখন টেস্টে তিনবার এবং সাদা বল ফরম্যাটে দুবার ভুল ডিসিশন নেওয়ার সুযোগ দেওয়া হবে।

অতিরিক্ত লোগোর ব্যবহার : আগে এই লোগো ব্যবহারের ক্ষেত্রে খুব কড়া ছিল আইসিসি, কিন্তু এখন থেকে এই বিষয় নরম হচ্ছে আইসিসি। সাধারণত টেস্টের ক্ষেত্রে তিনটি লোগো ব্যবহার করা যায়। কিন্তু এখন থেকে তার সাথে বুকের কাছে (শার্ট ও সোয়েটারে) ৩২ বর্গ ইঞ্চির একটি লোগো ব্যবহার করা যাবে। তবে এই লোগো লাগানোর অনুমতি শুধুমাত্র সীমিত ওভারের ক্রিকেটের ক্ষেত্রেই দেওয়া হয়েছে।