বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির পদই তুলে দিয়েছে তৃণমূল। আর এই ঘটনাকে অনেকেই বলছেন অনুব্রতর ডানা ছাঁটা গেল। কেননা তিনি যখন জেলবন্দী ছিলেন তখনও বীরভূমের তৃণমূল জেলা সভাপতি হিসেবে তাকে রাখা হয়েছিল। স্বাভাবিকভাবেই এবার ওই জেলা সভাপতির পদ তুলে দেওয়া বিষয়টিকে অনুব্রতর ডানা ছাঁটা বলেই অনেকে মনে করছেন।
তবে অনুব্রতর জেলা সভাপতির পদ তুলে দেওয়ার পরই তৃণমূলে বড়সড় ভাঙ্গন লক্ষ্য করা গেল। শনিবার ৫০০ টি তৃণমূল পরিবারের সদস্যরা তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। একুশের বিধানসভা নির্বাচনের পর বীরভূম জেলা তৃণমূলে এত বড় ভাঙ্গন লক্ষ্য করা যায়নি বলেই দাবি করা হচ্ছে।
সম্প্রতি যে ৫০০ টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তারা হাঁসন বিধানসভার এলাকার। এদের মধ্যে আবার চার জন প্রাক্তন পঞ্চায়েত সদস্য রয়েছে বলেও দাবি করেছে বিজেপি।
যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তারা দাবি করছেন, অপারেশন সিঁদুর তাদের চোখ খুলে দিয়েছে। দেশের নিরাপত্তায় বিজেপির বিকল্প আর কেউ নেই বলে তারা মনে করছেন।