চাইনিজ নয়, ১০ হাজারের মধ্যে সেরা ৭ স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদন : স্মার্টফোন বর্তমানে আমজনতার কাছে একপ্রকার নিত্যপ্রয়োজনীয় জিনিসে পরিণত হয়েছে। আবার এই স্মার্টফোন বেশিদিন ব্যবহার করতেও ভালো লাগেনা ব্যবহারকারীদের, যে কারণে প্রায়সই নতুন নতুন স্মার্টফোন হতে দেখা যায় তাদের। এর পাশাপাশি উৎসবের মরসুমে জামাকাপড় ও অন্যান্য জিনিসপত্র কেনার পাশাপাশি স্মার্টফোন কেনারও হিড়িক পড়ে। তবে বর্তমানে চিনের সাথে ভারতের সম্পর্ক তলানীতে ঠেকাই বেশিরভাগ মানুষ চাইনিজ বর্জন করতে চাইছেন। কিন্তু স্মার্টফোনের ক্ষেত্রে! হ্যাঁ, চাইনিজ ছাড়াও ১০ হাজার টাকার মধ্যেও চাইনিজ বাদে রয়েছে বেশকিছু স্মার্টফোন।

১) Samsung Galaxy M01 Core : র‌্যাম ও স্টোরেজের ভিত্তিতে এই ফোনটি রয়েছে দু’ধরনের। ১ জিবি র‌্যাম ও ১৬ জিবি স্টোরেজ যুক্ত এই ফোনের দাম ৪৯৯৯ টাকা। আবার ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ যুক্ত এই ফোনের দাম ৫৯৯৯ টাকা।

এই মডেলের স্মার্টফোনের রয়েছে 1.5GHz প্রসেসর, ৮ মেগাপিক্সেলের ক্যামেরা, ৫.৩ ইঞ্চি ডিসপ্লে, ডুয়েল সিম, ৪ জি ভোলটি।

২) Samsung Galaxy M01s : ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ যুক্ত এই ফোনের মূল্য হল ৯৪৯৯ টাকা। রয়েছে 13.0 MP + 2.0 MP ক্যামেরা, ৬.২ ইঞ্চি ডিসপ্লে, ডুয়েল সিম, ৪জি ভোল্টি, ৪০০০ mAh ব্যাটারি।

৩) Panasonic Eluga I8 : ৪০০০ mAh ব্যাটারি যুক্ত এই স্মার্টফোনে রয়েছে ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ। এই ফোন সিঙ্গেল সিমের। এর দাম অ্যামাজন (Amazon) এবং ফ্লিপকার্টে (FlipKart) যথাক্রমে ৮,১৪৩ এবং ৮,১৮৩ টাকা।

৪) Nokia C3 : এই স্মার্টফোনের ভেরিয়েন্ট রয়েছে দু’ধরনের। একটি হলো ২ জিবি / ১৬ জিবি, যার দাম ৭,৪৯৯ টাকা। অন্য মডেল টি হল ৩ জিবি / ৩২ জিবির, যার দাম হল ৮,৯৯৯ টাকা।

৫) Lava Z66 : এই স্মার্টফোনটি গত আগস্ট মাসে লঞ্চ হয়েছে। এই স্মার্টফোনে রয়েছে ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ। পাশাপাশি রয়েছে ৬.০৮ ইঞ্চি ডিসপ্লে, ১৩+৫ মেগাপিক্সেল ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৩৯৫০ mAh ব্যাটারি, অক্টা কোর প্রসেসর। এর মূল্য হল ৭৭৭৭ টাকা।

৬) Infinix Smart 4 Plus : ৬০০০ mAh এর ব্যাটারি রয়েছে এই স্মার্টফোনে। ৬.৮২ ইঞ্চি ডিসপ্লে, ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ যুক্ত এই স্মার্টফোনের দাম ৭৯৯৯ টাকা।

৭) infinix hot 10 : ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত এই স্মার্টফোনের দাম ৯,৯৯৯ টাকা। এই স্মার্টফোনে রয়েছে ৫২০০ mAh এর ব্যাটারি, ১৬+২+২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং এইট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।