আম্বানির মাথায় হাত! Jio কে টেক্কা দিতে সস্তায় একগুচ্ছ প্ল্যান আনল BSNL

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা নিজেদের আধিপত্য বজায় রেখে রমরমা ব্যবসা চালাচ্ছে তাদের মধ্যে অন্যতম হলো জিও (Jio) এবং এয়ারটেল (Airtel)। এই দুই টেলিকম সংস্থা ছাড়াও ভোডাফোন আইডিয়া (VI) এবং বিএসএনএল (BSNL)-ও নিজেদের ব্যবসা চালাচ্ছে। তবে এই দুই টেলিকম সংস্থা অনেক পিছিয়ে জিও এবং এয়ারটেলের তুলনায়।

অন্যদিকে ভারতের বাজারে টিকে থাকা এই চারটি টেলিকম সংস্থার মধ্যে একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা হল bsnl। এই টেলিকম সংস্থা রাষ্ট্রায়ত্ত হয়েও পরিষেবা এবং অন্যান্য বিভিন্ন দিক দিয়ে অনেক পিছিয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে গ্রাহকদের ধরে রাখতে সংস্কার তরফ থেকে নতুন নতুন রিচার্জ প্ল্যান আনা হচ্ছে। নতুন নতুন এই সকল রিচার্জ প্ল্যান সস্তায় পরিষেবা দিতে সক্ষম।

১৩ টাকা : সংস্থার তরফ থেকে মাত্র ১৩ টাকায় দেওয়া হচ্ছে ২ জিবি ডেটা। এর বৈধতা হলো মাত্র এক দিন।
১৫ টাকা : এই রিচার্জ প্ল্যানটি ব্যবহার করলে গ্রাহকরা তিন দিন ভ্যালিডিটি পাবেন।
১৮ টাকা : এতে আনলিমিটেড কল দেওয়া হয়। দুদিনের জন্য দেওয়া হয় ভ্যালিডিটি।
৭৩ টাকা : ২১ দিনের বৈধতা দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে নির্দিষ্ট পরিমাণ ভয়েস কল দেওয়া হয়ে থাকে।

৯৪ টাকা : এই রিচার্জ প্ল্যানটিতে দেওয়া হচ্ছে ৩০ দিনের ভ্যালিডিটি এবং যেকোনো নম্বরে কথা বলার জন্য ২০০ মিনিট। এছাড়াও দেওয়া হচ্ছে ৩ জিবি ডেটা, যারও বৈধতা ৩০ দিন।
৯৭ টাকা : এই রিচার্জ প্ল্যানটি ব্যবহার করলে ব্যবহারকারীরা আনলিমিটেড কথা বলার সুযোগ পাবেন ১৫ দিনের জন্য। এছাড়াও রয়েছে ২ জিবি ডেটা, লোকধুন কনটেন্ট।

৯৮ টাকা : প্রতিদিন ২ জিবি করে ডেটা দেওয়া হয় এই রিচার্জ প্ল্যানটিতে। গ্রাহকরা এর ভ্যালিডিটি পাবেন ২২ দিন।
৯৯ টাকা : যেকোনো নেটওয়ার্কের আনলিমিটেড কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে এই রিচার্জ প্ল্যানটিতে। এর বৈধতা হলো ১৮ দিন।
এছাড়াও সংস্থার তরফ থেকে ২০০ টাকার নিচে আরও একাধিক রিচার্জ প্ল্যান আনা হয়েছে, যে সকল রিচার্জ প্ল্যান রীতিমতো মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দেশের প্রথম শ্রেণীর টেলিকম নেটওয়ার্ক জিও, এয়ারটেল-এর।