Birbhum: বয়স মাত্র ৮ মাস, আর এই ৮ মাস বয়সেই জীবন নিয়ে অনিশ্চয়তায় ভুগছে ফুটফুটে এক শিশু। অনিশ্চয়তার মূলে বিরল এক রোগ আর যে রোগের চিকিৎসার জন্য দরকার ১৬ কোটি টাকা। যে ১৬ কোটি টাকার ইঞ্জেকশন তার জীবনে আনতে পারে স্বাচ্ছন্দ। কিন্তু ১৬ কোটি টাকা বললেই তো আর চলে আসে না। বিশেষ করে আমাদের মত নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছে ১৬ লক্ষ টাকাই অনেক, সেখানে ১৬ কোটি টাকা দুরস্ত।
বিরল রোগে আক্রান্ত ৮ মাসের ওই শিশু সাম্য, যার বাড়ি বীরভূমের (Birbhum) সিউড়ির সাজানো পল্লীতে। ফুটফুটে ওই শিশুর শরীরে বাসা বেঁধেছে ফাইনাল মাসকুরাল এটট্রফি। এই রোগ থেকে মুক্তি পেতে ১৬ কোটি টাকার যে ইনজেকশন প্রয়োজন তা তাদের পরিবারের পক্ষে জোগাড় করা অসাধ্য। যদিও এমন অসাধ্য কাজের ক্ষেত্রে ওই পরিবারকে এবং সাম্যের পাশে দাঁড়ানোর জন্য বহু মানুষ পাশে দাঁড়াতে শুরু করেছেন।
যে যার সামর্থ্য মত ওই শিশুর অভিভাবকদের হাতে তুলে দিচ্ছেন। যেমন বীরভূম (Birbhum) জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ একটি ওয়েলফেয়ার সোসাইটি থেকে ৫০ হাজার টাকা তুলে দিয়েছেন। বাইরের বিভিন্ন জায়গা থেকে ওই শিশুর মায়ের ব্যাংক একাউন্টে সাহায্য আসছে। আর এসবের মধ্যেই এবার সিউড়ির কিছু যুবক সাম্যের পাশে দাঁড়াতে, সাম্যকে বাঁচাতে রবিবার সিউড়ি বাসস্ট্যান্ড এলাকায় ট্রিট কর্নারের আয়োজন করেন। ওই সকল যুবকদের লক্ষ্য যে করেই হোক সাম্যের জন্য অর্থ জোগাড় করে তাকে জীবন দান করা।