২০০ টাকা কমে গ্যাস সিলিন্ডার, উজ্জ্বলা যোজনায় ছাড়ের মেয়াদ বাড়াল কেন্দ্র

সম্প্রতি দারুণ খবর দিল কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PM Ujjwala Yojana বা PMUY) এর সুবিধাভোগীদের জন্য রইলো খুশির খবর। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana) আওতায় সুবিধাভোগীদের জন্য গ্যাসে ভর্তুকি (Subsidy) বাড়ানো হয়েছে আরও এক বছর। শুক্রবারের বৈঠকে আলোচনার পর এই কথা ঘোষণা করে কেন্দ্র।

আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম পণ্যের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই উদ্যোগে দেশের ৯.৬ কোটি পরিবার উপকৃত হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন যে, অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি PMUY-এর সুবিধাভোগীদের প্রতি এলপিজি সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি দেওয়ার অনুমোদন দিয়েছে।

প্রসঙ্গত, মূল্যবৃদ্ধি ঠেকাতে এর আগে LPG সিলিন্ডার পিছু ২০০ টাকা করে ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছিল নরেন্দ্র মোদীর সরকার। বছরে মোট ১২টি সিলিন্ডারের জন্য এই ভর্তুকি পাওয়া যাবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়।

কেবল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় (PM Ujjwala Yojana) অন্তর্ভুক্ত গ্রাহকেরাই এই সুবিধা পান। তবে চলতি বছরই এই ভর্তুকির সময়সীমা শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু, বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে গ্রাহকদের স্বস্তি দিতে রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকির সময়সীমা আরও একবছর বাড়ানোর কথা ঘোষণা করল নরেন্দ্র মোদীর সরকার।

মূল্যবৃদ্ধির এই বাজারে কিছুটা স্বস্তি পেল সাধারণ মানুষ। তবে সামনেই লোকসভা নির্বাচন। এছাড়া নানা ইস্যুতে উত্তাল হয়ে রয়েছে গোটা দেশ। এই পরিস্থিতিতে জনগণের মন টানতেই সরকার রান্নার গ্যাসের ভর্তুকির সময়সীমা বাড়াল বলে দাবি রাজনৈতিক মহলের।