ঘরও গেল, ব্যবসাও গেল! নিম্নচাপের দমকা হাওয়ায় সর্বস্ব হারালেন বীরভূমের হতদরিদ্র দম্পতি

লাল্টু: দমকা হাওয়া, ঝড়ের দাপট! দিন দুয়েক ধরেই এমনই পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আর এই দমকা হাওয়াতেই এবার হুড়মুরিয়ে ভেঙ্গে পরল হতদরিদ্র এক দম্পতির বাড়ি। এমন দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ওই দম্পতি।

শনিবার এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরের বালিজুরি গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর গ্রামে। নিম্নচাপের কারণে এদিন ভোররাতে দমকা ঝড়ে ভেঙ্গে পড়ে অক্ষয় বাগদির ইটের বাড়ি ও টিনের চাল।

আরও পড়ুন: Digha Rail Coach Resturent: দিঘায় এবার নতুন আকর্ষণ! ঘুরতে গেলেই দেখা মিলবে নতুন ধরণের রেস্টুরেন্টের

পেশায় অক্ষয় বাগদী অনুষ্ঠান বাড়িতে ফুলের কাজ করেন। তিনি এবং তার স্ত্রী সোনামণি বাগদী এদিন যখন বাড়িতে ঘুমাচ্ছিলেন তখন ভোররাতে আচমকা জোরালো আওয়াজ শুনতে পাওয়া যায়। তারপর তারা চিৎকার করতে শুরু করেন। তাদের চিৎকারে পরিবারের অন্যান্য সদস্য এবং এলাকার লোকজন এসে তাদের দুজনকে উদ্ধার করেন। যদিও তারা দুজনেই আহত হন। সবচেয়ে বড় বিষয় হলো সোনামণি বাগদী বর্তমানে অন্তস্বত্ত্বা।

সামান্য রোজগেরে অক্ষয় বাগদী খুব কষ্টের সঙ্গেই জীবনযাপন করে থাকেন। ছোট্ট একটি মাটির বাড়িতে তাদের বসবাস। বাড়িতে ঢুকতেই রয়েছে গবাদি পশুর থাকার জায়গা। তারপর মাঝখানে রয়েছে একটি পাটা দেওয়া স্থান এবং তারপরেই তাদের ছোট্ট রুম, যেখানে তারা বসবাস করেন। এদিনের এমন দুর্ঘটনার ফলে তার ব্যবসার বিভিন্ন জিনিসপত্র এবং পাঁচটি সাইকেল মিলিয়ে ৫০ থেকে ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলেই জানা যাচ্ছে। এমন বড় ক্ষতির পরিপ্রেক্ষিতে হতদরিদ্র ওই পরিবার কিভাবে সবকিছু সামলাবেন তা খুঁজে পাচ্ছেন না। তবে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে দুবরাজপুর ব্লকের বিডিও থেকে শুরু করে বিধায়ক, প্রত্যেকেই দুর্ঘটনাগ্রস্থ ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।