বর্তমান দিনে কুকুর বিড়ালের প্রতি মানুষের ভালোবাসা যেন দ্বিগুণ হয়েছে। তাদের মায়া ভরা দুটো চোখের জাদুতে হারিয়ে যায় মানুষের মন। তাই বাড়িতে শখ করে পোষ্য নিয়ে আসেন অনেকেই। পোষ্যদের সেবা শুশ্রুষার ক্ষেত্রেও এগিয়ে আসেন সমাজের একটা বড় অংশ। নানান জাতের কুকুর বেড়াল পোষেন এখনকার দিনে সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি।
আর এবার এক বিরাট অংকের ব্যয়ে কুকুর কিনে সমাজের মানুষকে তাক লাগিয়ে দিয়েছে বেঙ্গালুরুর এক বাসিন্দা। কত টাকা ব্যয়ে এই সারমেয় তিনি কিনেছেন জানলে চমকে যাবেন আপনিও। জানা গিয়েছে, ৫০ কোটি টাকা মূল্যে বিশ্বের সবচেয়ে দামি কুকুর কিনেছেন এই ব্যক্তি। নিউ ইয়র্ক পোস্ট এর একটি প্রতিবেদন সূত্রে খবর, বেঙ্গালুরুর বাসিন্দা এস সতীশ নামে এক ব্যক্তি বিরল প্রজাতির এই ‘উল্ফডগ’টি কিনে বাড়ি নিয়ে এসেছেন। সারমেওর নাম ক্যাডাবম্স ওকামি।
দ্য সান-কে সতীশ বলেন, কুকুর পোষা তার বহু দিনের শখ। তার ইচ্ছা ছিল ভারতে এমন এক কুকুর নিয়ে আসবেন যা দেখে তাক লেগে যাবে সকলের। তার কথায়, বর্তমানে মোট ১৫০ প্রজাতির কুকুর তার কাছে রয়েছে। তবে নেকড়েকুকুর এই তালিকায় ছিল না। বহু বছর ধরেই ইচ্ছা ছিল বিশ্বের দামি কুকুর কিনবেন। অবশেষে সেই মনের ইচ্ছাও পূর্ণতা পেলো ৫০ কোটি টাকা ব্যয় করে।
বেঙ্গালুরুর বাসিন্দা সতীশ যে কুকুরটি কিনেছেন তার জন্ম আমেরিকায়। গত ফেব্রুয়ারি মাসে ককেশিয়ান শেপার্ড ও নেকড়ের সংমিশ্রণে এই কুকুরটিকে কিনেছেন তিনি। এখন কুকুরটির বয়স মাত্র আট মাস। দেহের ওজনও কম নয়। ৭৫ কেজি ওজনের এই কুকুর রোজ ৩ কেজি কাঁচা মাংস শেষ করে ফেলে। সাধারণত এই প্রজাতির কুকুর অত্যন্ত শক্তিশালী ও সাহসী। দেখে বোঝার উপায় নেই এটি নেকড়ে নাকি কুকুর।
জানা গিয়েছে, এই প্রজাতির কুকুর আগে কেউ বিক্রি করেনি বা কেউ কেনার আগ্রহ দেখায়নি। এটি প্রথম কিনলেন বেঙ্গালুরুর এই ব্যক্তি। মোট সাত একর জায়গা দখল করে রয়েছে সতীশের পোষ্য কুকুরদের জন্য ঘর। সেখানে নানা প্রজাতির কুকুর একসাথে রয়েছে। ১০ফুট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা সেই জমি। সবসময় সিসিটিভি ক্যামেরার নজরদারিতে রয়েছে এই নানা প্রজাতির কুকুরগুলি।