সাধারণত ঘরে আলমারির লকার বা ড্রয়ারে প্রয়োজনীয় নথিপত্র সহ টাকা রাখেন অনেকেই। কারণ এদিক ওদিক টাকা ছড়িয়ে না রেখে আলমারি বা ড্রয়ারে তা সযত্নে তুলে রাখলে সেই টাকা নিরাপদ থাকবে বলে মনে করা হয়। কথায় আছে আজ যে ফকির কাল সে রাজা। তাই ফকির না হতে চাইলে নিজের টাকা কখনোই এইসব স্থানে রাখবেন না।
বাস্তু শাস্ত্র মতে বলা হয়, ঘরের দক্ষিণ দিকে কখনোই টাকা রাখা ভালো না। দক্ষিণ দিকে টাকা রাখলে অর্থের বিপুল সংকট দেখা দিতে পারে সংসারে। বাড়ির বেডরুম বা শয্যার জায়গায় টাকা ভুলেও রাখবেন না। ঘরের আলমারি বা ড্রয়ার যদি দক্ষিণ দিকে থাকে তবে টাকা রাখা উচিত নয় কখনোই। এর ফলে পরিবারে আর্থিক অবস্থার অবনতি ঘটতে পারে।
আরও পড়ুন: Wolfdog: মোটা অংকের টাকা ব্যয়ে কুকুর কিনলেন বেঙ্গালুরুর যুবক! কত কোটি দাম জানেন?
বাস্তু শাস্ত্র মতে ঘরের দক্ষিণ দিকে টাকা রাখা অশুভ বলে মনে করা হয়। তবে ঘরের উত্তর দিককে এক্ষেত্রে শুভ বলে বিবেচনা করা হয়। তাই ঘরের উত্তর দিকে আলমারি বা ড্রয়ার থাকলে অবশ্যই টাকা সেখানে সযত্নে রাখতে পারেন। এতে আপনার গচ্ছিত টাকা থাকবে নিরাপদ এবং পরিবারে আর্থিক সচ্ছলতা আসবে।
অনেকে আবার রান্নাঘরে মসলার কৌটাতে বা বাথরুমে টাকা রাখেন যাতে তা কারোর চোখে না পড়ে। কিন্তু এই দুই স্থানে টাকা রাখা উচিত নয় বলেই বাস্তু শাস্ত্র মত প্রকাশ করে। এখনো খুব কম মানুষই আছেন যারা লক্ষীর ভারে টাকা জমান। এক্ষেত্রে ঘরের উত্তর দিকে লক্ষীর ভার সাজিয়ে রেখে তাতে নিয়মিত টাকা পয়সা ফেলতে পারেন। এর ফলে পরিবারে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে।