এই ডিজিটাল যুগে আট থেকে আশি সকলের হাতেই স্মার্ট ফোন। করোনার পর থেকে এই স্মার্ট ফোন, ল্যাপটপের চাহিদা যেন আরও বেড়েছে। তবে শুধু বিনোদনের জন্য নয়, বরং একাধিক গুরুত্বপূর্ণ কাজে এখন স্মার্টফোন অপরিহার্য হয়ে উঠেছে। তবে রোজকার এই অভ্যাস ডেকে আনতে পারে বড় বিপদ।
চিকিৎসকদের তরফে মাঝে মধ্যেই চোখ ও কানের দীর্ঘস্থায়ী ক্ষতি এড়াতে স্ক্রিন টাইম কমানো ও ইয়ারফোন কম ব্যবহারের সুপরামর্শ দেওয়া হয়। এবার সেই একই সুর শোনা গেল প্রেমানন্দ মহারাজের গলায়।
আরও পড়ুন: Kanyashree: এবার দুর্নীতির অভিযোগ উঠল কন্যাশ্রী প্রকল্পে! বাতিলের খাতায় একাধিক কন্যাশ্রী আবেদনপত্র
সম্প্রতি প্রেমানন্দ মহারাজের একটি সতসঙ্গের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওর মাধ্যমে তিনি সমাজের নাগরিকদের মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে সতর্ক করেছেন। দিনের একটি নির্দিষ্ট সময়ে ফোন ব্যবহার থেকে দূরে থাকতে বলছেন তিনি। কোন কোন সময়ে? জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
তার মত অনুযায়ী ঈশ্বরের নিকট প্রার্থনা করার সময় ফোন ব্যবহার মোটেই ভালো না। ওই নির্দিষ্ট সময়ে ফোন ব্যবহার করলে ঈশ্বরের প্রতি ভক্তি ও প্রেম নষ্ট হয়। তাই সেই সময় ফোন কাছে না রেখে দূরে রাখুন।
তিনি বলেছেন, খাওয়ার সময় ফোন কাছে রাখা ঠিক নয়। এতে যেমন ব্যক্তির সুস্বাস্থ্য গড়ে ওঠে না তেমনই খাবারকেও অসম্মান করা হয়। এছাড়া রাতে বিশ্রামের আগে ফোন থেকে বিরত থাকা জরুরি। অতিরিক্ত ফোন ব্যবহার করলে স্বাস্থ্যের অবনতি ঘটে।
বর্তমান সমাজে অনেকেই বাথরুমে নিজের ফোনটি নিয়ে যায়। যাতে সময় কেটে যায়। বিশেষত ছোট ছেলে মেয়েদের মধ্যে এই কুঅভ্যাস দেখা যায়। আবার সেই ফোনই ঠাকুর দর্শন করতে মন্দিরে নিয়ে গেলে ঈশ্বরের প্রতি ভক্তি নষ্ট হয়। তাই বাথরুমে গেলে ফোন নেওয়া ঠিক নয়।
এছাড়া পঠন- পাঠনের সময় শিক্ষার্থীদের ফোন থেকে বিরত থাকা উচিত কারণ ফোন হাতে থাকলে মনোযোগ নষ্ট হয়। অপরদিকে পিতা-মাতা বা পরিবারের সাথে সুন্দর মুহূর্ত কাটানোর সময়ও ফোনটি দূরে রাখায় শ্রেয়।