এই ডিজিটাল যুগে আট থেকে আসি সকলের কাছেই মুঠোফোন রয়েছে। আর এই মুঠোফোন মানে ইন্টারনেট পরিষেবা থাকা তো আবশ্যক। বহু বছর ধরে সস্তায় হাইস্পিড ইন্টারনেট পরিষেবা গ্রাহকদের উপকার দিচ্ছে মুকেশ আম্বানির সংস্থা জিও।
যদিও শুরুর দিকে রিচার্জ যে পরিমাণ সস্তা ছিল তাতে গ্রাহকদের মনে এক আলাদাই স্বস্তি ছিল। ধীরে ধীরে সেই রিচার্জ এর দাম বেড়েই এখন আকাশ ছোঁয়া। তাই মাঝে মধ্যেই ভিআই ও বিএসএনএল সস্তায় নানান রিচার্জ প্ল্যান এনে টক্কর দেয় জিওকে।
আরও পড়ুন: Vicky Kaushal : টাটা মোটর্সের ক্যাম্পেনে নতুন চমক, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন Vicky Kaushal
তবে গ্রাহকদের মুখে হাসি ফোটাতে জিও আবারও নিয়ে এসেছে এক আকর্ষণীয় অফার। দেশের টেলিকম সংস্থাগুলির মধ্যে একবারে প্রথম সারিতে জ্বলজ্বল করছে জিওর নাম। জিওর অ্যাপে নানান দামের রিচার্জ প্ল্যান এর সম্ভার রয়েছে। তারই মধ্যে একটি প্ল্যান এর কথা শুনলে চমকে যাবেন আপনিও।
নতুন এই রিচার্জ প্ল্যানে গ্রাহকদের জন্য রয়েছে আনলিমিটেড কলিং, ডেটা ও মেসেজের সুবিধা। এই প্ল্যানের মেয়াদ ২৩ দিন যার দাম মাত্র ৭৫ টাকা। কি চমকে উঠলেন তো? এটাই সত্যি।
গ্রাহকরা প্রতিদিন ১০০ এমবি হাইস্পিড ডেটার পাশাপাশি অতিরিক্ত ২০০ এমবি হাইস্পিড ডেটার সুবিধা পাবে। ডেটা শেষ হয়ে গেলেও ৬৪ কেবিপিএসে চালু থাকবে পরিষেবা। এছাড়াও থাকবে জিও টিভি এর বাড়তি সুবিধা।
তবে এই বিশেষ অফারটি শুধুমাত্র জিও ফোনের গ্রাহকদের জন্যই প্রযোজ্য। অন্য স্মার্ট ফোন ব্যবহার করলে এই দুর্দান্ত রিচার্জটির সুবিধা মিলবে না। আপনার হাতেও যদি জিও ফোন থাকে তবে আপনিও এই রিচার্জ এর সুবিধা উপভোগ করুন।