New OTP Rule: ওটিপি নিয়ে বিরাট আপডেট! এবার নতুন নিয়মে আসবে ওটিপি, কবে থেকে কার্যকরী হবে জানাল TRAI

Prosun Kanti Das

Updated on:

Advertisements

New OTP Rule: বর্তমানে অনলাইন কাজকর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ওটিপি। যা অনলাইন আর্থিক লেনদেন থেকে শুরু করে যেকোনো ফর্ম ফিলাপ কম-বেশি সমস্ত কাজেই দরকার হয়। যা ফোনে মেসেজ বা মেইলের মাধ্যমে আসে। আর সেই ওটিপি আসার নিয়মেই বদল আনতে চলেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। তাহলে ওটিপি আসার নতুন নিয়ম (New OTP Rule) কি? সেই নিয়ম কবে থেকেই বা কার্যকরী হবে? তা কি গ্রাহকদের জন্য ভালো কিছু আনবে কি বলছে ট্রাই?

Advertisements

প্রসঙ্গত সবকিছুতেই ভালোর পাশাপাশি খারাপও থাকে। তেমনি ডিজিটাল ব্যবস্থায় বহু মানুষের সুবিধা হলেও অপরদিকে বাড়ছে সাইবার ক্রাইম অপরাধীর সংখ্যা। OTP-র মাধ্যমে মুহূর্তের মধ্যেই সাধারণ মানুষের টাকা থেকে শুরু করে গোপন তথ্য হাতিয়ে নিচ্ছে অপরাধীরা। যার ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। আর সেই সাইবার ক্রাইম থেকে সাধারণ মানুষকে বাঁচাতেই ওটিপি আসার নিয়মে (New OTP Rule) পরিবর্তন করল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া।

Advertisements

আরো পড়ুন: SBI থেকে শুরু করে LPG, OTP নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হলো, কবে থেকে বদলাচ্ছে নিয়ম

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে ওটিপি আসতে বেশ খানিকটা সময় লাগবে। অর্থাৎ পূর্বের মতো কয়েক সেকেন্ডের মধ্যেই আর ওটিপি আসবে না ফোনে। বিশেষত আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে যেমন ব্যাঙ্কিং কাজকর্ম, অনলাইনে টাকা তোলা ফেলা, বুকিং এসব ক্ষেত্রে এই নিয়মটি বিশেষভাবে প্রয়োগ করা হবে।

Advertisements

আরো পড়ুন: আগামী মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৭ দিন, ছুটি থাকবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়

মূলত ডিজিটাল ব্যবস্থাকে আরো বিশেষভাবে সুরক্ষিত করতেই এই সিদ্ধান্ত (New OTP Rule) নিয়েছে ট্রাই। এই প্রসঙ্গে জানিয়ে রাখি গত আগস্ট মাসেই এই বিষয়ে সকলকে জানিয়েছিল ট্রাই। বিশেষভাবে বাণিজ্যিক লেনদেনের উপর নজরদারি চালানোর জন্যই শুরু হবে এই নয়া ব্যবস্থা। যার জন্য প্রতিটি প্রতিষ্ঠানকে অর্থাৎ যেসব সংস্থা এই টেলিকম অপারেটরের সাথে যুক্ত আছেন তাদের সেটিংস ঠিক করার জন্য ডেডলাইন দেওয়া হয়েছিল ৩১শে অক্টোবর। তবে ট্রাইয়ের এই ঘোষণার পর বেশ কিছু সংস্থা একটু সময় চেয়ে নিয়েছিল। আর সেই সময় বাড়িয়ে ৩১শে নভেম্বর পর্যন্ত করা হয়।

ফলস্বরূপ TRAI-এর ঘোষণা অনুযায়ী আগামী ১লা ডিসেম্বর থেকেই চালু হয়ে যাবে ওটিপি আসার নতুন নিয়ম (New OTP Rule)। যার আওতায় পড়বে এয়ারটেল, ভিআই, বিএসএনএল টেলিকম সংস্থাগুলিও খবর রয়েছে আসন্ন নতুন বছরে সারাদেশ জুড়ে বিনা সমস্যায় ৫জি পরিষেবা নিয়ে আসার চিন্তাভাবনা করছে ট্রাই। আর সেই বিষয়টিকে আরো সুরক্ষিত করতে ওটিপি আসার নিয়মে নতুন সিদ্ধান্ত নিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। যা সাধারণ মানুষকে অনেকটাই সুফল দেবে। তবে এই নতুন নিয়মে কতটা সুরক্ষা পাওয়া যায় সেটাই দেখার।

Advertisements