LPG: আপনিও কি গ্যাসের ভর্তুকি পাচ্ছেন না? দ্রুতই নথিপত্র জমা দিন

দিনের পর দিন বাড়তে থাকা এই মুদ্রাস্ফীতির বাজারে সাধারণ মানুষের অবস্থা একবারে নাজেহাল। বিশেষত রান্নার গ্যাসের দাম যে ভাবে আকাশ ছুঁয়েছে তাতে বাড়তি চাপে পড়েছেন আমজনতা। এরই মাঝে গ্যাসের ভর্তুকি সংক্রান্ত এক নির্দেশ প্রকাশ্যে এসেছে। এখনো সমাপ্ত হয়নি গ্যাস গ্রাহকদের বায়োমেট্রিক পদ্ধতিতে ই-কেওয়াইসি বা আধার যাচাইয়ের প্রক্রিয়া।

ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে সেই কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসাথে, যেসব গ্রাহকদের গ্যাসের ভর্তুকি আটকে রয়েছে ডিস্ট্রিবিউটরদের কাছে তাদের যাবতীয় প্রয়োজনীয় ব্যাঙ্কের নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।প্রসঙ্গত, ২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে গ্যাস গ্রাহকের আধার যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছিল।

আরও পড়ুন: Waqf Property: ওয়াকফের সম্পত্তির তালিকায় বাদ যায়নি রাজভবন, ইডেন গার্ডেন্সও! আর কী কী রয়েছে তালিকায়?

সূত্র মারফত জানা গিয়েছে, ৬০শতাংশ কাজ শেষ হয়েছে ইতিমধ্যেই। তবে বাকি ৪০ শতাংশ কাজ এখনো সমাপ্ত হয়নি। কেন্দ্রের তরফে আগামী ৩১ মার্চের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বলা বাহুল্য, এর আগেও কেন্দ্রের তরফে বহুবার নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষের নির্দেশ দেওয়া হয়েছিল তা শেষ না হওয়ায় পরবর্তী সময়ে আবারও তা বাড়িয়ে দেওয়া হয়েছে।

ডিস্ট্রিবিউটরদের একাংশের তরফে জানা গিয়েছে, কেন্দ্রের তরফে এখনো একটি বিষয় সম্পর্কে স্পষ্টত কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি যে কোনও গ্রাহকের আধার যাচাই না হলে সেক্ষেত্রে কী করণীয়! যদিও গ্রাহকদের একাংশের কথা মাথায় রেখে এই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের তরফে জানানো হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যে কিছু সমস্যা থাকায় একাধিক গ্রাহকের ভর্তুকি আসা বন্ধ হয়ে গিয়েছে। যার মূল কারণ হল ব্যাঙ্ক সংযুক্তিকরণ। তাই দেরি না করে যত দ্রুত গ্রাহকরা ডিস্ট্রিবিউটরের অফিসে এসে তাদের ব্যাঙ্ক সংক্রান্ত নথি জমা দেবেন তত দ্রুত তাদের গ্যাসের ভর্তুকি দেওয়া চালু হবে।