Neuro Hospital: বাংলার বুকে গড়ে উঠছে অত্যাধুনিক স্নায়ু হাসপাতাল! কত কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে জানেন?

কথায় বলে স্বাস্থ্যই ব্যক্তির সম্পদ। আর এই সম্পদের আরও উন্নতিতে রাজ্যের তরফে একের পর এক উদ্যোগ সামনে আসছে। সম্প্রতি, রাজ্যের বুকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে স্বাস্থ্য শিবির সেবাশ্রয় এর আয়োজন করা হয়েছিল। সেই ক্যাম্পের পরিষেবায় উপকৃত হয়েছেন হাজার হাজার সাধারণ মানুষ। আর এবার বাংলার চিকিৎসা পরিষেবাকে আরও ঢেলে সাজাতে নতুন উদ্যোগ নিয়ে হাজির রাজ্য সরকার।২০২৫ সালে দাঁড়িয়ে বাংলায় বেসরকারি উদ্যোগে নিউরো মেডিসিন এবং সার্জারির উন্নত মানের হাসপাতাল রয়েছে অগুনতি। আর এবার রাজ্য সরকারের ভাবনায় শহরের বুকে সম্পূর্ণ স্নায়ু রোগের চিকিৎসার জন্য অত্যাধুনিক হাসপাতাল গড়ে উঠতে চলেছে।

কলকাতা শহরের কনভেন্ট রোডে এই হাসপাতাল তৈরির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। মোটা অংকের টাকা ব্যয়ে গড়ে উঠবে এই ঝকঝকে হাসপাতাল। যার জন্য সরকার মোট ৫৯ কোটি টাকা খরচ ধার্য করেছে। রাজ্য সরকারের তরফে এখনো অবধি প্রথম ধাপে ৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উন্নতমানের সরকারি এই স্নায়ু হাসপাতাল গড়ে উঠলে সাধারণ মানুষকে বেসরকারি হাসপাতালের মোটা অংকের টাকা গুনতে হবে না। যা এক বিরাট স্বস্তি সাধারণ মানুষের কাছে।

আরও পড়ুন: Asha Workers: ভাতা বাড়ানো সহ একগুচ্ছ দাবি সরব হলেন আশাকর্মীরা! কর্মবিরতির হুঁশিয়ারি শোনা গেল তাদের গলায়

সূত্র মারফত জানা গিয়েছে, কেবল উন্নতমানের চিকিৎসা পরিষেবাই মিলবে না রোগীদের, একইসাথে চিকিৎসকেরা এই হাসপাতালে গবেষণা করতে পারবেন। এখনো পর্যন্ত সাত তলার বিল্ডিং নির্মাণের সিদ্ধান্তে আসা হয়েছে। এই নির্মাণের জন্য পূর্ত দফতরের তরফে হাসপাতালের প্রাথমিক নকশা তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে। দিনের ২৪ ঘন্টাই রোগীদের জন্য হাসপাতালে অস্ত্রোপচারের সুব্যবস্থা থাকবে। অন্যদিকে এই হাসপাতালে নিউরো সার্জারি এবং নিউরো মেডিসিনের পোস্ট ডক্টরাল কোর্স করানো হবে।

হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে বিদ্যুৎ সরবরাহ যেন বন্ধ না হয় তার জন্য দুটি সাবস্টেশন রাখার কথা হয়েছে। স্বাস্থ্য দফতরের এক আধিকারিকর সূত্রে খবর, আগামী বছরের মধ্যে অত্যাধুনিক এই হাসপাতাল গড়ে তোলার ভাবনা রয়েছে। ইতিমধ্যেই হাসপাতাল নির্মাণের জন্য জমি অধিগৃহীত রয়েছে ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে এক কিমির কম দূরত্বে অবস্থিত একটি জায়গায়।অধ্যক্ষকে চিঠি পাঠানো হয়েছে সমস্ত নিয়ম মেনে অনুমোদনের জন্য। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্য সরকারের তরফে তিন দফায় অর্থ বরাদ্দ করা হবে হাসপাতালে নির্মাণের জন্য।

সূত্র মারফত আরও জানা গিয়েছে, হাসপাতালে অস্ত্রোপচারের পরিষেবা যেমন থাকবে ঠিক তেমনই সেরিব্রাল স্ট্রোকের চিকিৎসার পর রোগীর ফলো আপের জন্য আলাদা বিভাগ তৈরি হবে এখানে। কলকাতা শহরের বুকে এসএসকেএম হাসপাতালে দূর দুরান্ত থেকে বহু সাধারণ মানুষ আসেন ইনস্টিটিউট অব নিউরোলজিতে স্নায়ুর জটিল রোগের অস্ত্রোপচার করানোর জন্য। তবে রোগীর সংখ্যা ওই হাসপাতালে মাত্রা ছাড়া। ফলে পৃথক হাসপাতাল গড়ে উঠলে সেই সমস্যার সমাধান হবে বলেই মনে করা হচ্ছে রাজ্য সরকারের এই উদ্যোগে। ২০২৬ সালের এপ্রিলের মধ্যে পরিকল্পনা রয়েছে এই কাজ শুরু করার। পূর্ত দফতর এই প্রকল্পের দায়িত্ব পালন করছে।