Mary Kom: বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা মেরি কম ও ওঙ্খোলের! কার নজর লাগলো তাদের সুখের সংসারে?

বিনোদন ও খেলার জগতে নক্ষত্র পতন ঘটলে অনুগামীদের মন যেমন ভারাক্রান্ত হয়ে ওঠে, ঠিক তেমনই এই দুই জগতে ঘটে চলা একের পর এক বিবাহ বিচ্ছেদর ঘটনাও অনুগামীদের মনকে অশান্ত করে তোলে। সম্প্রতি যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার বিবাহ বিচ্ছেদে সিলমোহর পড়েছে। এরই মাঝে আরও এক দম্পতির সম্পর্কে ভাঙনের কথা সামনে এসেছে। জানা গিয়েছে, মোট ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কম বেশ কয়েকদিন হল তার স্বামী কারুং ওঙ্খোলের সঙ্গে থাকেন না। ক্রমশই দূরত্ব বাড়ছে তাদের মধ্যে। চির ধরতে শুরু করেছে তাদের সুখের সংসারে।

শীঘ্রই দুজন বিবাহবিচ্ছেদের পথে পা বাড়াতে পারেন। আবার এই কথাও ভেসে আসছে যে, প্রায় ২০ বছরের দাম্পত্য জীবনে ইতি টানার পিছনে রয়েছে মেরির নতুন প্রেমিকের নাম। যদিও মেরি বা ওঙ্খোলের কেউই এই প্রসঙ্গে মুখ খোলেননি। মণিপুরের এক সংবাদমাধ্যম মারফত জানা গিয়েছে, তাদের মধ্যে কোনো কিছুই আর আগের মতো নেই। ২০২২ সালে মণিপুরের বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন ওঙ্খোলে। যদিও সেসময় নির্বাচনে হেরে যান তিনি। আবার অন্যদিকে বিপুল আর্থিক ক্ষতির মুখেও পড়েছিলেন তিনি। যা নিয়েই একে অপরের মধ্যে দূরত্ব আরও গভীর হতে থাকে।

আরও পড়ুন: Free Ration Card Apply Online : কীভাবে বিনামূল্যে রেশন কার্ড পাবেন, জেনে নিন আবেদন প্রক্রিয়া

মেরি কম তার চার সন্তানকে নিয়ে বর্তমানে ফরিদাবাদে থাকেন। অপরদিকে, ওঙ্খোলে দিল্লিতে তার পরিবারের সদস্যদের সঙ্গে থাকেন। সম্প্রতি একটি খবর কানে ভেসে আসছে যে নতুন করে প্রেমে পড়েছেন মেরি কম। নতুন একটি সম্পর্কে তার নাম জড়িয়েছে। তার নতুন প্রেমিক হলেন তার ব্যবসায়িক সহযোগী এবং মেরি কম ফাউন্ডেশনের চেয়ারম্যান হিতেশ চৌধরি। বেশ কয়েকদিন ধরেই একসঙ্গে নানান জায়গায় দেখা যাচ্ছে তাদের দুজনকে। সম্প্রতি দুবাইয়েও একসঙ্গে গিয়েছিলেন দুজনে।

মনে করা হচ্ছে, অন্যান্য কারণের পাশাপাশি এই তৃতীয় ব্যক্তির উপস্থিতিও মেরি এবং ওঙ্খোলের সম্পর্ক ভাঙ্গনের প্রধান কারণ। মেরি এবং হিতেশের তরফে যদিও এই নতুন সম্পর্কের বিষয় কিছু জানানো হয়নি। উল্লেখ্য, সালটা তখন ছিল ২০০০। সেসময় মেরি এবং ওঙ্খোলের একে অপরকে সঙ্গে পরিচয় হয়। এরপরে প্রেম এবং পরবর্তীতে তাদের প্রেমের সম্পর্ক পরিণতি পায়। ২০০৫ সালে গাটছড়া বাঁধেন দুজনে। ওঙ্খোলের ছিলেন ফুটবলার। বক্সার মেরির সাফল্যের সম্ভাবনা বেশি থাকায় তিনি নিজের স্বপ্নকে জলাঞ্জলি দেন।

স্ত্রী মেরি যাতে বক্সিংয়ে মন দিতে পারেন তা নিশ্চিত করার জন্য বিয়ের পর বাড়ির যাবতীয় কাজ নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ওঙ্খোলের। সন্তানদের নিজ হাতে বড়ও করেন তিনি। বহু সাক্ষাৎকারে মেরির মুখে তার বিশ্বসেরা বক্সার হওয়ার নেপথ্যে ওঙ্খোলের ভূমিকা যে রয়েছে তা স্বীকার করেছেন তিনি। ফলে তাদের বিবাহবিচ্ছেদের সম্ভাবনার খবর ছড়িয়ে পড়তেই অবাক হয়েছেন খেলাপ্রেমী মানুষজন।