Pod Hotel Station : সময়ের পরিবর্তনকে সাক্ষী রেখে শুধু ভারতীয় রেল যোগাযোগ ব্যবস্থারই উন্নতি হচ্ছে না, একইসাথে পাল্লা দিয়ে মানন্নয়ন হচ্ছে রেল ব্যবস্থার সঙ্গে যুক্ত পরিষেবাগুলির। এবার রেল যাত্রীদের জন্য অপেক্ষা করছে আরও এক সুখবর। মধ্যপ্রদেশের বুকে ভোপালে একটি পড স্টেশন তৈরি করা হয়েছে মুম্বই সেন্ট্রাল রেল স্টেশনের অনুকরণে। যেই স্টেশনের পড হোটেলে যাত্রীরা মাত্র ২০০ টাকা খরচ করে আরামে থাকতে পারবেন। স্টেশনে অতিরিক্ত যাত্রী সংখ্যার বিষয়টির ওপর গুরুত্ব দিয়ে এই নতুন পড হোটেলের পরিষেবা চালু করা হয়েছে। অতিরিক্ত যাত্রীদের জন্য ওয়েটিং লাউঞ্জে জায়গা একবারেই উপযুক্ত নয়।
কীভাবে যাত্রীরা এই পরিষেবার সুবিধা উপভোগ করবেন?
যাত্রীরা সরাসরি আইআরসিটিসি এর ওয়েবসাইট অথবা অফলাইনে বুক করে এই পড হোটেলের পরিষেবা উপভোগ করতে পারবেন। তবে এক্ষেত্রে যাত্রীদের কাছে একটি পিএনআর নম্বর থাকা আবশ্যক।মোট ৭৮টি পড তৈরি করা হয়েছে ভোপালে এই নতুন পড হোটেলটিতে। যার মধ্যে ৫৮টি একক পড এবং ২০টি ফ্যামিলি পড এর সুবিধা থাকছে যাত্রীদের জন্য। ফ্যামিলি পড তৈরি হয়েছে দুজন প্রাপ্তবয়স্ক এবং দুজন শিশু বিশ্রাম নেওয়ার জন্য। অন্যদিকে, ৫৮টি একক পডকেও দুই ভাগে ভাগ করা হয়েছে। যার মধ্যে ৪০টি পড থাকছে পুরুষদের জন্য। বাকি ১৮টি পড থাকছে মহিলাদের বিশ্রাম নেওয়ার জন্য।
এবার আসা যাক এই হোটেলের ভাড়ার বিষয়। একক পডের জন্য ৩ ঘন্টায় নির্ধারিত চার্জ হল মাত্র ২০০ টাকা। তিন ঘণ্টার অধিক সময়ে হোটেলের পরিষেবা চাইলে ঘন্টা অনুযায়ী খরচ বাড়বে। যেমন ৬ ঘন্টার জন্য চার্জ হল ৩৫০ টাকা, ৯ ঘন্টার জন্য চার্জ দিতে হবে ৫০০ টাকা, ১২ ঘন্টার থাকার জন্য চার্জ দিতে হবে ৭০০ টাকা এবং সবশেষে গোটা দিনটি হোটেলে থাকার জন্য যাত্রীদের দিতে হবে ৯০০ টাকা। আবার ফ্যামিলি পডে থাকার জন্য নির্দিষ্ট খরচের তালিকা রাখা হয়েছে। ফ্যামিলি পডে ভাড়া পড়বে শুরু হচ্ছে ৪০০ টাকা থেকে। যা ঘন্টার হিসেবে বেড়ে ৭০০, ৯০০, ১১০০ এবং ১৫০০ টাকা পর্যন্ত হতে পারে।
যাত্রীদের কী কী সুবিধা মিলবে এই পরিষেবায়?
প্রত্যেকটি পডে বালিশ, বিছানা চাদর, আলো, ফোন, চার্জিং সকেট, লকার এবং ওয়াই-ফাই এর বিশেষ সুবিধা পাবেন যাত্রীরা। যা একবারে বিলাসবহুল হোটেলের মতো এলাহী ব্যবস্থা। প্রসঙ্গত, ২০২১ সালে মুম্বই সেন্ট্রাল রেল স্টেশনে চালু হয়েছিল এই পড হোটেলের পরিষেবা। এই পরিষেবা ট্রানজিটে থাকা যাত্রীদের জন্য ভীষণ উপযুক্ত হবে। দেশের বুকে এই নিয়ে মোট দুটি রেল স্টেশনে যাত্রীদের সুবিধার্থে চালু হল পড রিটায়ারিং রুমের পরিষেবা। আশা করা যায় এই নতুন পড হোটেলটি সাফল্য পেলে পরবর্তী সময়ে দেশে আরও পড হোটেলের পরিষেবা চালু হবে।