PM Kisan: কিষাণ সম্মাননিধি যোজনার ২০তম কিস্তির টাকা হাতে পাবেন না কৃষকরা! চলতি মাসের মধ্যেই এই কাজ করতে হবে তাদের

ভারত হল কৃষি প্রধান দেশ। এখনো দেশের বহু মানুষ এই কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছে। এই কৃষিকাজের ওপর নির্ভর করেই চলে তাদের জীবন জীবিকা। আর এই কৃষক বন্ধুদের কথা মাথায় রেখেই ভারত সরকার একাধিক প্রকল্পের উদ্বোধন করেছে। ভারত সরকারের তরফে ২০১৯ সালে এই কৃষকদের সুবিধার্থে চালু করা হয়েছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনা।

দেশের যে কৃষক বন্ধুদের অক্লান্ত পরিশ্রমের জোরে আমজনতার পাতে ভাত ওঠে সেই কৃষকদের জন্য এই যোজনার অধীনে প্রতি বছর ৬ হাজার টাকা করে ভাতা প্রদান করা হয়। মোট তিনটি কিস্তিতে তাদের এই টাকা ব্যাঙ্কে আসে। দেশের কৃষকদের এতদিন পর্যন্ত মোট ১৯টি কিস্তির টাকা দেওয়া হয়েছে সরকারের তরফে, এবার ২০তম কিস্তির টাকা আসার অপেক্ষায় দিন গুনছে তারা।

আরও পড়ুন: Darjeeling: ‘ক্লিনেস্ট ভিলেজ’ এর মুকুট পড়ে আছে দার্জিলিংয়ের এই গ্রামটি! কী নাম এই গ্রামের জানেন?

দেশের কোটি কোটি কৃষক এই প্রকল্পের সুবিধা উপভোগ করেন। সম্ভবত আগামী জুন মাসে এই ২০তম কিস্তির টাকা হাতে পেতে পারেন কৃষকরা। ২০তম কিস্তির টাকা কৃষকরা পেতে চাইলে কৃষকদের একটা কাজ করা আবশ্যক। কৃষি মন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত কৃষকদের ফার্মার আইডি কার্ড বানিয়ে নিতে হবে।আগামী ৩০ এপ্রিলের মধ্যেই এই ফার্মার আইডি কার্ড তৈরি করে নিতে হবে তাদের।

এই কার্ড না থাকলে ২০তম কিস্তির টাকা পেতে সমস্যা হতে পারে তাদের। এই ফার্মার আইডি কার্ড বানানোর জন্য কৃষকদের কাছের কৃষি দফতর বা রাজস্ব দফতর কিংবা পাবলিক সার্ভিস সেন্টারে যেতে হবে। আধার কার্ডের মত হুবহু একই দেখতে এই ফার্মার আইডি কার্ড বানিয়ে নিতে হবে কৃষকদের। যাতে ভবিষ্যতে কিষাণ যোজনার টাকা পেতে কোনও ঝঞ্ঝাট না পোহাতে হয়।