সময়ের পরিবর্তনকে সাক্ষী রেখে বাংলায় পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। কলকাতার বুকে উন্নত মেট্রো পরিষেবা উপভোগ করছেন যাত্রীরা। যাত্রী সুবিধার্থে মেট্রো লাইন সম্প্রসারণের কাজও চলছে দিকে দিকে। পাশাপাশি অত্যাধুনিক মানের বাস পরিষেবাও নজর কাড়ছে রাজ্যবাসীর।
সম্প্রতি এই আবহেই একটি বেসরকারি সংস্থার তরফে কলকাতা থেকে শিলিগুড়ি রুটে চালু হয়েছে অত্যাধুনিক মানের আট চাকার ভলভো বাস পরিষেবা। তবে একে কতটা যাত্রীবাহী বাস বলা যায় জানা নেই। কারণ এই বাস যেন হুবহু বিমানের সমান। বায়ো টয়লেট, প্যান্ট্রি, ওয়াইফাই সহ আরও বিলাসবহুল পরিষেবা রয়েছে এই বাসে।
উপরন্তু, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ইমার্জেন্সি বাটন এবং জিপিএস ট্র্যাকিং এর মতো উন্নত ব্যবস্থাও রয়েছে এই অত্যাধুনিক বাসে। সংস্থার সদস্যদের তরফে জানা গিয়েছে, এই অত্যাধুনিক বাস পরিষেবা ভবিষ্যতে কলকাতা-পুরী এবং কলকাতা-দিঘা রুটেও চালু করা হবে।
বেসরকারি সংস্থার তরফে দাবি করা হয়েছে, কলকাতার বুকে এই ধরনের অত্যাধুনিক বাস পরিষেবা প্রথম। এর সাফল্যের ওপর ভিত্তি করে আগামী দিনে রাজ্যের অন্যান্য রুটেও এই বাস চলাচল করবে। বর্তমানে নিয়মিত রবীন্দ্রসদন থেকে ছাড়ছে শিলিগুড়ি গামী এই বাস।
উল্লেখ্য, যাত্রী সুবিধার্থে প্রতিটি আসনে মাথার উপরেই রয়েছে রিডিং লাইটের ব্যবস্থা। বিমানের মতই আস্ত টয়লেট এর ব্যবস্থা রয়েছে বাসের ভিতরে। যাত্রীরা কোনও সমস্যায় পড়লে সাহায্যের হাত বাড়ালে তাদের সামনে এসে দাঁড়াবে সাহায্যকারী কর্মীও। বেসরকারি সংস্থার তরফে জানানো হয়েছে, পরিষেবার দিক থেকে এই বাস বিমানের তুলনায় কোনও অংশে কম নয়।