Bandhan Bank: বন্ধন ব্যাঙ্কে এলিট প্লাস সেভিংস অ্যাকাউন্ট এর উদ্বোধন হল! গ্রাহকরা কী কী সুবিধা পাবেন?

গ্রাহকদের উন্নত পরিষেবা প্রদানের লক্ষে দেশের সরকারি ব্যাঙ্কের পাশাপাশি বেসরকারি ব্যাঙ্কের গুরুত্বও অপরিসীম। আর এই দিক থেকে বন্ধন ব্যাঙ্কের নাম সত্যিই স্বার্থক। গ্রাহকদের সাথে কীভাবে বন্ধন আরও অটুট রাখা যায় সেই দিকেই তারা ক্রমাগত কাজ করে চলেছে। আর এবার এই বন্ধনকে আরও সুদৃঢ করার লক্ষে সম্প্রতি বন্ধন ব্যাঙ্ক তাদের প্রিমিয়াম গ্রাহকরা যাতে উন্নততর ও প্রিমিয়াম ব্যাঙ্কিং পরিষেবা উপভোগ করতে পারে তাই ‘এলিট প্লাস সেভিংস অ্যাকাউন্ট’ চালু করল।

তবে এটি সাধারণ সেভিংস অ্যাকাউন্টের থেকে আলাদা। কারণ এই নতুন সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করে গ্রাহকরা একটি প্রিমিয়াম ‘এলিট প্লাস ডেবিট কার্ড’ সহ নানান এক্সক্লুসিভ লাইফস্টাইল সুবিধা পাবেন। বন্ধন ব্যাঙ্কের এমডি ও সিইও পার্থ প্রতিম সেনগুপ্তর হাত ধরে এই নতুন প্রডাক্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। এইদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধন ব্যাঙ্কের ইডি ও সিবিও রাজিন্দর কুমার বাব্বর এবং ইডি ও সিওও রতন কুমার কেশ।

আরও পড়ুন: ATM: ATM এর নিয়মে বড় পরিবর্তন এনেছে SBI! গ্রাহকরা এবার থেকে আর পারবেন না…

সবচেয়ে বড় খবর যে এই ‘এলিট প্লাস সেভিংস অ্যাকাউন্ট’-এর প্রথম গ্রাহকদের মধ্যে একজন হিসেবে নাম রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। গ্রাহকরা প্রতি মাসে আনলিমিটেড ফ্রি ডিপজিটের বিশেষ সুযোগ পাবেন এই নতুন এলিট প্লাস অ্যাকাউন্ট ব্যবহার করে। শুধু তাই নয়, RTGS, NEFT এবং IMPS ট্রান্সঅ্যাকশনও সহজে করা যাবে একবারে নিখরচায়। এছাড়া এই অ্যাকাউন্টে আকর্ষণীয় রিওয়ার্ড পয়েন্ট, প্রতি ত্রৈমাসিকে দুইবার কমপ্লিমেন্টারি লাউঞ্জ অ্যাক্সেসের মতো সুবিধা রয়েছে গ্রাহকদের জন্য।

গ্রাহকদের বিনোদনের কথা মাথায় রেখে প্রতি মাসে ৭৫০ টাকা মূল্যের কমপ্লিমেন্টারি সিনেমার টিকিট সহ দেশের কিছু নির্বাচিত অভিজাত গলফ ক্লাবে গলফ ম্যাচ দেখার দুর্দান্ত সুযোগ পাবেন তারা। তবে এতেই শেষ নয়। এলিট প্লাস গ্রাহকরা পাবেন বিশেষ ভাউচার, মাইলস্টোন রিওয়ার্ড সহ ডেবিট কার্ড ইনসুরেন্স কাভারেজযার। যার মধ্যে পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার এর জন্য ১৫ লক্ষ টাকা পর্যন্ত এবং পারচেস প্রোটেকশন এর জন্য ৩ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

বন্ধন ব্যাঙ্কের এমডি ও সিইও পার্থ প্রতিম সেনগুপ্তর তরফে জানা গিয়েছে, ‘‘আমাদের প্রিমিয়াম গ্রাহকদের পরিবর্তিত চাহিদা পূরণের লক্ষেই আমরা এলিট প্লাস সেভিংস অ্যাকাউন্ট এর সুবিধা চালু করেছি। বিলাসবহুল ভ্রমণের সুবিধা সহ বিশেষ ইনসুরেন্স কাভারেজ, এই অ্যাকাউন্ট ব্যবহার করে গ্রাহকরা এক উন্নত ও স্বতন্ত্র ব্যাঙ্কিং অভিজ্ঞতা উপভোগ করবেন।’’
এই নতুন প্রোডাক্ট উদ্বোধনকে কেন্দ্র করে বন্ধন ব্যাঙ্ক তাদের আগের বন্ধন এলিট সেভিংস অ্যাকাউন্টও নতুন ফিচার-সহ আবার চালু করেছে। যা HNI গ্রাহকদের বাড়তি সুবিধা প্রদান করবে।