Sea Water Color: সমুদ্রের রং নাকি নীল নয়, ছিল এই রংয়ের! কোন রংয়ের কথা বলছেন গবেষকরা?

ছুটির দিনে ভ্রমণপ্রেমীদের মন আর বাড়িতে টেকে না। ছুটে চলে যায় নীল সমুদ্র সৈকতের তীরে অথবা নিরিবিলি পাহাড়ের কোলে। সমুদ্র বললেই মাথায় আসে দূর দুরান্ত পর্যন্ত বিস্তৃত নীল সমুদ্রের কথা। যেখানে মাথার ওপর নীল আকাশ ও সমুদ্রের শেষ প্রান্ত যেন মিলে মিশে এক হয়ে যায়। সমুদ্রের তটে দাঁড়ালে মন প্রাণ যেন তার নীল রঙের সৌন্দর্যের নেশায় হারিয়ে যায়।

সাধারণত সমুদ্রের জল নীল বলেই জানা সকলের। তবে জাপানের একদল গবেষকর মুখে আবার অন্য কথা শোনা গেল। তাদের তরফে দাবি করা হয়েছে, সমুদ্রের জল নাকি সবসময় নীল ছিল না। প্রাচীনকালে সমুদ্রের জলের রং নীল নয়, সবুজ ছিল।প্রাচীনকালে প্রাণ বলতে ছিল শৈবালের আধিপত্য। নীল সবুজ শৈবাল।

আরও পড়ুন: Head Master Recruitment: প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশেই খুশির আবহাওয়া পশ্চিম মেদিনীপুরে! শূন্যপদের সংখ্যা ২০০০ এর বেশি

জাপানের একদল গবেষকদের ধারণা স্পষ্ট হয় জাপানেরই একটি আগ্নেয়গিরি দ্বীপের চারধারের জল দেখার পর। সেখানে তাদের চোখে ধরা পড়ে দ্বীপটির চারধারে সবুজ রঙের জল রয়েছে। তারপর সেই জল নিয়ে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা করার পর ধীরে ধীরে তারা বিষয়টি সম্পর্কে অবগত হয়। এই সবুজ রংয়ের ক্ষেত্রে জটিল রসায়নের বড় গুরুত্ব রয়েছে। ওই সময় ধীরে ধীরে বদল লক্ষ করা যাচ্ছিল সালোকসংশ্লেষ পদ্ধতির।

সমুদ্রে এই সবুজ রঙের জলের অস্তিত্ব এমন এক প্রাচীন সময় ছিল যখন পৃথিবীতে অক্সিজেনের প্রয়োজন হত না সালোকসংশ্লেষ পদ্ধতিতে। ওই প্রাচীন সময়ে স্থলভাগ যে ছিল না তা নয়, তবে তা ছিল সম্পূর্ণ পাথুরে ধূসর বর্ণের। কোনও গাছপালার অস্তিত্বই ছিল না সেসময়। এই উদ্ভিদ প্রাণ ছিল জলেই।

প্রাচীনকালে সমুদ্রের জল সবুজ ছিল কারণ সমুদ্রের রঙে সমুদ্রের জলের রসায়ন এবং সালোকসংশ্লেষের পরিবর্তনশীল পরিস্থিতি কঠিন প্রভাব ফেলেছিল। তাই সেসময় সমুদ্রের জলে বিন্দু মাত্র নীলের ছোঁয়া ছিল না। সম্প্রতি নেচার পত্রিকায় সমুদ্রের জল যে সবুজ রংয়ের ছিল সেই বিষয়টি প্রকাশিত হয়েছে।