সময়ের পরিবর্তনকে সাক্ষী রেখে দেশের মানুষের জন্য একের পর এক প্রকল্পের উদ্বোধন করে চলেছে নরেন্দ্র মোদী সরকার। এরই মধ্যে দেশের মানুষকে আর্থিক সুবিধা প্রদানের লক্ষে কেন্দ্রের তরফে সমাজকল্যাণমূলক প্রকল্প আনা হয়েছে। দেশের একাধিক বেকার যুবক-যুবতীর প্রয়োজন কর্ম সংস্থান। অন্যদিকে পরিবারকে আর্থিক দিক থেকে সাহায্য করাও একান্ত জরুরি।
ভারত সরকারের তরফে ২০১৫ সালে দেশের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান প্রদানের লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয়েছিল। দেশের যুবক-যুবতীদের এই প্রকল্পের অধীনে মোট ৪০টি সেক্টরে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষ হয়ে গেলে স্কিল সার্টিফিকেটও প্রদান করা হয় যুবক-যুবতীদের। দেশের বেকার যুবক যুবতীদের কর্মে উৎসাহ জোগাতে ও তাদের পরিবারে আর্থিক ভাবে সচ্ছলতা আনতে এই প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে তাদের হাতে ৮ হাজার টাকা করে বৃত্তি তুলে দেওয়া হয়।
বর্তমানে দেশে এই প্রকল্পের সাফল্যে ১.৬ কোটিরও বেশি যুবক চাকরি পেয়েছেন।
আর এরই মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে দেশের বুকে চালু হতে চলেছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ৪.০। রেজিস্ট্রেশনের মাধ্যমে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন গ্রাহকরা। এই কৌশল বিকাশ যোজনায় রেজিস্ট্রেশন করাতে পারবেন ১৫ থেকে ৪৫ বছর বয়সী এবং ১৮ থেকে ৫৯ বছর বয়সী গ্রাহকরা।
দেশের বেকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে মোট তিন ধরনের কোর্স রাখা হয়েছে এই প্রকল্পের অধীনে। যেগুলি হল স্বল্পমেয়াদি প্রশিক্ষণ, বিশেষ প্রকল্প এবং প্রায়র লার্নিং। ১৫ থেকে ৪৫ বছর বয়সী যুবক যুবতীরা স্বল্পমেয়াদি প্রশিক্ষণ ও বিশেষ প্রশিক্ষণের জন্য আবেদন জমা দিতে পারবেন। আবেদনকারীকে এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন somponnno করতে হবে https://www.skillindiadigital.gov.in/home।