৬০ পেরিয়ে যখন ৬১ তে পা রেখেছেন তখন কেন আচমকা বিয়ে করলেন দিলীপ ঘোষ! দিলীপ অনুরাগী থেকে শুরু করে রাজ্যের অধিকাংশ মানুষদের মধ্যে এই একটি প্রশ্নই ঘোরাফেরা করছে! কেন এত বছর অবিবাহিত থাকার পর সংঘের অন্যতম প্রচারক দিলীপ ঘোষকে বিয়ের পিঁড়িতে বসতে হলো। তাও আবার দলেরই একজন নেত্রী, যার বেশ কয়েক বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়েছে।
দিলীপ ঘোষের বিয়ে নিয়ে যখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কানাঘুষো শোনা যাচ্ছে, সেই সময় তার বিয়ের পিঁড়িতে বসার আসল কারণ জানলে আপনিও স্যালুট জানাবেন।
আরও পড়ুন: বিয়ে করে আফসোস! এই কারণে দুঃখ প্রকাশ করলেন দিলীপ ঘোষ
শুক্রবার নিউ টাউনে নিজের ফ্ল্যাটে রিংকু মজুমদারের সঙ্গে বিয়ের পর যখন দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হন তখন একটি কথা যা বারবার দিলীপ ঘোষের এই বয়সে এসে বিয়ের কারণ স্পষ্ট করে দিচ্ছিল। আসলে দিলীপ ঘোষকে বারবার একটি শোনা যাচ্ছিল আর সেই কথাটি হলো, ‘মায়ের কর্তব্য পালন। পরিবারের কর্তব্য পালন।’
মায়ের আদরের ছেলে নাড়ু অর্থাৎ দিলীপ ঘোষ। যে দিলীপ ঘোষ একপ্রকার অল্প বয়স থেকেই সংঘের প্রতি আসক্ত হয়ে সংঘের প্রচারক হয়েছিলেন। আর তারপরেই সংসার করার ইচ্ছে তার এক প্রকার ছিল না। কিন্তু তার মা চেয়েছিলেন নাড়ু যেন বিয়ে করে সংসার করে। আর সেই মায়ের ইচ্ছে রাখতেই, পরিবারের কর্তব্য পালন করতেই দিলীপ ঘোষ ৬০ বছর পেরিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষের মুখ থেকে যখন বারবার মায়ের কথা উঠে আসছিল সেই সময় বিশেষজ্ঞ মহলের বড় অংশ দিলীপ ঘোষের এই বয়সে এসে বিয়ের কারণ হিসাবে এমনটাই ধরে নিচ্ছে।