বাংলার মায়ের কথা রাখলেন না তৃণমূল কোর কমিটির আহ্বায়ক

বাংলার মায়ের কথা রাখলেন না বীরভূম জেলার তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক। বাংলার মা বলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হয়েছে। আর যার বিরুদ্ধে এমন অভিযোগ কি হলেন বিকাশ রায় চৌধুরী। এমন গুরুতর অভিযোগ এনেছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা কাজল শেখ।

এমন গুরুতর অভিযোগের মূলে হল বীরভূম জেলা তৃণমূলের পর কমিটির বৈঠক। গত ১৯ এপ্রিল অর্থাৎ শনিবার বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক হওয়ার কথা ছিল সিউড়িতে। এর আগে যখন বোলপুরে কোর কমিটির বৈঠক হয় তখনই সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সেই সিদ্ধান্ত অনুযায়ী শনিবার সিউড়িতে কোর কমিটির বৈঠক ডাকলেন না কোর কমিটির আহবায়ক বিকাশ রায় চৌধুরী বলে অভিযোগ করেছেন কাজল শেখ।

আরও পড়ুন: বিয়ে করেই রাজনীতি ছাড়ছেন দিলীপ ঘোষ? বললেন, ‘চিন্তা করার দরকার নেই’

কাজল শেখ এমন অভিযোগ আনার পাশাপাশি দাবি করেছেন, শনিবার বৈঠকের বিষয়ে বিকাশ রায় চৌধুরীকে তিনি ফোন করেছিলেন এবং তিনি দেখছি দেখছি করে কাটিয়ে দিয়েছেন। আর এই দেখছি দেখছি করেই কেটে গিয়েছে। কাজল শেখের দাবি, বীরভূম জেলার তৃণমূল কোর কমিটির মাধ্যমেই চলবে এমন সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের নির্দেশ থাকলেও বৈঠক ডাকা হয়নি। কেন বৈঠক ডাকা হলো না তা বিকাশ রায় চৌধুরীর জানানো উচিত।