লাল্টু: বীরভূমের বিভিন্ন জায়গায় অবৈধ মিনি পেট্রোল পাম্পের ব্যবসা চলছে রমরমিয়ে এমনটা আগেই দাবি করতে দেখা গিয়েছিল পেট্রোল পাম্প মালিকদের সংগঠনের তরফে। তাদের সেই দাবি যে একেবারেই ফেলে দেওয়ার নয় তা দিন কয়েক ধরেই টের পাওয়া যাচ্ছে। কেননা দিন কয়েক ধরেই বীরভূমের বিভিন্ন জায়গায় হদিস পাওয়া যাচ্ছে একের পর এক মিনি অবৈধ পেট্রোল পাম্পের। যে সকল পেট্রোল পাম্পগুলিকে সিল করতে দেখা যাচ্ছে পুলিশকে।
দিন কয়েক আগেই লোকপুর থানার নাকের ডগায় একটি পেট্রোল পাম্পে হানা দিতে ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের ডিএসপিকে। এছাড়াও এর আগে বেশ কয়েকটি জায়গায় একইভাবে হানা দিয়ে অবৈধ পেট্রোল পাম্প বন্ধ করা হয়। আর এসবের মধ্যেই এবার দুবরাজপুরে দুটি এই ধরনের অবৈধ পেট্রোল পাম্প সিল করল দুবরাজপুর থানার পুলিশ।
আরও পড়ুন: দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেই সমুদ্রে ভেসে এলো জগন্নাথ মূর্তি! জানুন আসল ঘটনা
দুবরাজপুরের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের জালালপুর গ্রামে দুবরাজপুর থেকে জালালপুর যাওয়ার রাস্তার ধারে ছিল একটি মিনি পেট্রোল পাম্প। একইভাবে বালিজুরি গ্রাম পঞ্চায়েতের আগোয়া গ্রামে ছিল আরো একটি মিনি পেট্রোল পাম্প। এই দুটি অবৈধ পেট্রোল পাম্পে ডিএসপি ক্রাইম পতিক রায় এবং দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেনের নেতৃত্বে পুলিশ হানা দিয়ে তা সিল করে দেওয়া হয়। জালালপুর গ্রামের অবৈধ পেট্রোল পাম্পের মালিক শেখ আলেনুর এবং আগোয়া গ্রামের অবৈধ পেট্রোল পাম্পের মালিক মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। যদিও দুই পেট্রোল পাম্পের মালিকই এই মুহূর্তে পলাতক।