Tarapith Skywalk : সাধারণ মানুষের ধর্মীয় ভাবাবেগকে গুরুত্ব দিয়ে রাজ্য সরকারের তরফে একের পর এক উদ্যোগ সামনে আসছে।২০১৮ সালের শেষের দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই উদ্বোধন হয়েছিল দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের। আর এবার খুলে গেল কালীঘাট স্কাইওয়াকের গেট। নববর্ষের আগের দিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আরও নানান মন্ত্রী বিধায়কদের উপস্থিতিতে উদ্বোধন হয়ে গেল কালীঘাট স্কাইওয়াকের ।
স্কাই ওয়াক নির্মাণের তালিকায় এবার কী তাহলে তারাপীঠ? রাজ্য সরকার কী তারাপীঠেও স্কাই ওয়াক তৈরির পরিকল্পনা করছে? এই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে জানানো হয়েছে, ভীষণ ইচ্ছা থাকলেও আপাতত তা তৈরির কোনও সুযোগ নেই। তার তরফে জানা গিয়েছে, তারাপীঠের মন্দিরও স্কাইওয়াক নির্মাণের খুব ইচ্ছা ছিল। তবে ওই মন্দিরে প্রবেশের রাস্তা অত্যন্ত সরু হওয়ার কারণে স্কাইওয়াক করার মতো জায়গা পাওয়া যাচ্ছে না বলে আক্ষেপের সুর শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলায়।
সোমবার কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধনের আগে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘১০ বছর আগে যদি তারাপীঠে যেতেন আর এখন যদি যান, গিয়ে দেখবেন যে নতুন করে সাজানো হয়েছে। তারাপীঠে নতুন গেট তৈরি করা হয়েছে। তারাপীঠ উন্নয়ন কর্তৃপক্ষ তৈরি করা হয়েছে। তারাপীঠে নতুন ভোগঘর তৈরি করা হয়েছে। নিকাশি ব্যবস্থার উন্নতি করা হয়েছে। তারাপীঠ মন্দিরও ঢেলে সাজানো হয়েছে।’
তারাপীঠ মন্দিরের পাশাপাশি কালীঘাট মন্দিরকেও নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ‘পটচিত্রের মাধ্যমে কালীঘাটের শিল্প, সংস্কৃতি ও বাংলার পট, পটুয়া, শাঁখারি, কুমোর, কাঁসারিদের শিল্প নৈপুণ্যে মন্দির সংলগ্ন প্রাঙ্গণ ফুটিয়ে তোলা হয়েছে। জল সরবরাহ ও সমস্ত পরিকাঠামোর উন্নয়ন করা হয়েছে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা নতুনভাবে চালু করা হয়েছে।’
রাজ্য সরকারের তরফে আরও জানানো হয়েছে, ‘মন্দির কমপ্লেক্স তো বটেই, তাছাড়াও আশেপাশের এলাকা আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। নতুনভাবে তৈরি করা হয়েছে মন্দির কমপ্লেক্সের মধ্যে বিদ্যমান মেঝেগুলিকে। কুণ্ডপুকুর এলাকার সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। পাবলিক প্লাজা গড়ে উঠেছে। নতুন অফিস ভবন নির্মাণ করা হয়েছে কালীঘাট মন্দির কমিটির জন্য।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, কালীঘাট মন্দিরের ওপরে সোনার চূড়া নির্মিত হয়েছে।অন্যদিকে কালীঘাট স্কাইওয়াক এবং হকার্স কর্নারেরও উদ্বোধন হয়েছে মুখ্যমন্ত্রীর হাত ধরেই।