লাল্টু: বিধানসভা নির্বাচনের জন্য আর হাতে বেশি সময় নেই। ২০২৬-এই রয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূল বাড়তি সুবিধা পেতে এখন থেকেই মাঠে নেমে পড়ল। এবার তারা নতুন এক কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। যে কর্মসূচির নাম অঞ্চলে আঁচল।
আরও পড়ুন: Primary Teacher: এবার কী ৩২ হাজার প্রাথমিক শিক্ষককে ভাগ্যের পরীক্ষা দিতে হবে? কী বললেন মুখ্যমন্ত্রী?
অঞ্চলে আঁচল কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূলের মহিলা কর্মীরা বাড়ি বাড়ি যাবেন। তারা খতিয়ে দেখবেন, কন্যাশ্রী থেকে শুরু করে রুপশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভান্ডার সহ যে সকল প্রকল্প রয়েছে সেই সকল প্রকল্পের সুযোগ-সুবিধা সঠিকভাবে পাচ্ছেন কিনা। এর পাশাপাশি এই কর্মসূচির মধ্য দিয়েই তৃণমূলের মহিলা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের অভাব অভিযোগ সম্পর্কে খোঁজ নেবেন।
২৬ এর ভোটের আগে তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি গত ১ এপ্রিল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। বীরভূমেও এই কর্মসূচি শুরু হবে। যে কারণেই এই কর্মসূচি সম্পর্কে তৃণমূলের মহিলা কর্মীদের জ্ঞাত করার জন্য বুধবার তৃণমূল কংগ্রেস একটি কর্মসূচি গ্রহণ করেছিল দুবরাজপুরে।