Bullet Train India : ভারতীয় রেল যেন যাত্রীদের জন্য উপকারের পসরা সাজিয়ে বসেছে! দিন যত এগোচ্ছে ততই যেন ঝুলি থেকে একের পর এক নতুন উদ্যোগ বেরিয়ে আসছে। তবে নতুন এই উপহারটি কিন্তু ভারত অন্য এক দেশ থেকে পেয়েছে। দেশের বুকে যখন ঝড়ের গতিতে ছুটে বেড়াচ্ছে বন্দে ভারতের মতো সেমি হাই স্পিড ট্রেন তখনই রেলের বুকে নয়া ইতিহাস রচনা হতে চলেছে। আর বেশি দিন অপেক্ষা করতে হবে না দেশবাসীকে।
পরিকল্পনা মাফিক সবকিছু এগোলে ২০২৭-এই দেশের রেল ট্র্যাকে দাপিয়ে বেড়াবে বুলেট ট্রেন। বিশ্বের অন্যতম আধুনিক দেশ জাপানেই প্রথম অত্যাধুনিক বুলেট ট্রেনের পরিষেবা চালু হয়েছিল। এবার সেই সুদূর জাপান থেকেই উপহার আসছে ভারতের দরজায়। উপহার স্বরুপ আসতে চলেছে বিশ্বের সবথেকে দ্রুতগতির ট্রেন ‘শিনকানসেন’।
জাপানের সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট বলছে, জাপান এর তরফে ঘোষণা করা হয়েছে E5 ও E3 সিরিজের ‘শিনকানসেন’ ট্রেন উপহার হিসেবে পাঠানো হবে ভারতকে। ইতিমধ্যেই এই দেশেও জোরকদমে চলছে প্রস্তুতি, বুলেট ট্রেন চলাচলের জন্য মুম্বই-আমেদাবাদ রেল করিডর তৈরির কাজে হাত লাগিয়েছে রেল। জাপানের তরফে E5 ও E3 সিরিজের দুটি ট্রেন সেই করিডরে পরীক্ষা করার জন্যই দেওয়া হচ্ছে।
জানা গিয়েছে, বেশিদিন দিন গুনতে হবে না দেশের মানুষকে আগামী বছর অর্থাৎ ২০২৬ এর গোড়ার দিকেই ভারতের মাটিতে এসে পৌঁছবে ওই ট্রেন। উল্লেখ্য, শিনকানসেন মডেলের সবচেয়ে আধুনিকতর ট্রেনও রয়েছে যেটি হল E10 সিরিজের ট্রেন। যা আরও বেশ কিছু বছর পর ২০৩০ এর দিকে চলাচলের ভাবনা রয়েছে। কিন্তু একথা সত্যি যে আধুনিকতর ওই ট্রেন প্রস্তুত করার ক্ষেত্রে E5 ও E3 সিরিজের ট্রেন দুটি উল্লেখযোগ্য ভূমিকা রাখে। ২০২৭ সালের দিকে আংশিকভাবে এই লাইনে পরিষেবা চালু হতে পারে। অন্যদিকে, ইস্ট জাপান রেলওয়ের নির্মিত E5 সিরিজের ট্রেনও কোনো অংশে কম নয়। আধুনিকতার ছোঁয়া কিন্তু এই ট্রেনেও যথেষ্ট রয়েছে। এই বুলেট ট্রেনের গতি প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৩২০ কিলোমিটার হতে পারে। দেশের প্রথম বুলেট ট্রেন প্রজেক্টের জন্য এই ট্রেনকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। আবার আধুনিকতর E10 সিরিজের ট্রেনের গতি এই ট্রেনের তুলনায় আরও বেশি। যেটি Alfa-X নামেও জনপ্রিয়।