স্কুলের দুই বন্ধু জীবনের প্রথম বড় পরীক্ষাতে মেধা তালিকায় অষ্টম স্থান অধিকার করল। মাধ্যমিক পরীক্ষায় প্রাথমিক থেকে হাই স্কুলের ঘনিষ্ঠ বন্ধু একই নম্বর, একই স্থান পেয়ে রীতিমত নজির গড়ল। এমন নজির গড়া দুই বন্ধুর একজন অরিজিৎ মন্ডল এবং আরেকজন স্পন্দন মৌলিক।
প্রাথমিক স্কুল থেকেই দুজনের বন্ধুত্ব গভীর। পরবর্তীতে রামপুরহাটের জিতেন্দ্র লাল বিদ্যাভবনে পড়াশোনা। স্কুলে তাদের রোল নম্বর এক ও দুই। আর এই দুই বন্ধু এবার সবার মুখ উজ্জ্বল করে দিয়েছে একই নম্বর পেয়ে, মাধ্যমিকের মেধা তালিকায় একইসঙ্গে অষ্টম স্থান অধিকার করে।