মাধ্যমিকে নবম ডাক্তার হওয়ার স্বপ্ন দেখা দিশা এবার সত্যিই পৌঁছে গেল ডাক্তারদের কাছে

লাল্টু: মাধ্যমিকের রাজ্যে নবম স্থান অধিকার করে ডাক্তার হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে বীরভূমের দুবরাজপুরের দিশা ঘোষ। আগামী দিনে সে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই। আর এমন একজন মেধা ছাত্রীর কাছাকাছি পৌঁছে গেলেন খোদ ডাক্তাররাই। শনিবার দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের ডাক্তাররা দিশা ঘোষকে নিজেদের কাছে ডেকে নেন।

আসলে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসকরা তাকে সংবর্ধনা প্রদান করার জন্য এমন পদক্ষেপ নেন। হাসপাতালের সেমিনার হলে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে সংবর্ধিত করা হয়। দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের BMOH ডাক্তার সালমান মণ্ডল দিশা ঘোষের হাতে পুষ্প স্তবক ও একটি মানপত্র দিয়ে সংবর্ধিত করলেন। পাশাপাশি মিষ্টির প্যাকেটও তুলে দেন। দিশার সাথে ছিলেন তাঁর বাবা শিক্ষক নগেন্দ্রনাথ ঘোষ ও মা শিক্ষিকা রিঙ্কু ঘোষ সহ স্বাস্থ্য কর্মীরা।