উচ্চমাধ্যমিকের জন্য জোর না দিয়েও অষ্টম! কামাল করল এই পরীক্ষার্থী

উচ্চমাধ্যমিক পরীক্ষা অর্থাৎ বোর্ডের পরীক্ষা নিয়ে তেমন জোর না দিয়েও উচ্চমাধ্যমিকে অষ্টম স্থান অধিকার করল বীরভূমের এক পরীক্ষার্থী। আর এইভাবে অষ্টম স্থান অধিকার করার ফলে আগামী দিনে সে কি নিয়ে পড়াশোনা করবে অর্থাৎ কোন পথে যাবে সেটাই তাকে ভাবাচ্ছে। কেননা তার লক্ষ্য ছিল অন্য এবং সেই মতোই দীর্ঘদিন ধরে চলছিল প্রস্তুতি।

ভালো ফলাফল হবে এমনটা আগেই ভেবেছিল শান্তিনিকেতনের শুরুলের বাসিন্দা অনুভব মন্ডল। কিন্তু তাই বলে ৪৯০ পেয়ে অষ্টম স্থান চলে আসবে তা কিন্তু তার ভাবনা চিন্তার মধ্যে ছিল না। অনুভব মন্ডল শান্তিনিকেতনের নবনালন্দা উচ্চ মাধ্যমিক স্কুলের একজন পড়ুয়া। তার এমন ফলাফলে সবাই খুশি হবেন এটাই স্বাভাবিক।