রাত জেগে নয়, ভোর থেকে পড়াশোনা করেই উচ্চমাধ্যমিকে দশম স্থান অধিকার করল বীরভূমের দীপ অধিকারী। যদিও সে এমন কোন স্থান অধিকার করবে বলে প্রথম থেকেই আশাবাদী ছিল। তবে একটা সময় এসেছিল যখন তার মনে হয়েছিল হয়তো আর আসবেনা। আর সেই মতো সে একসময় হাল ছেড়েও দিয়েছিল। তবে শেষমেশ সে প্রথম দশে জায়গা করে নিতেই মুখে চওড়া হাসি ফুটেছে।
দীপ অধিকারী ৪৮৮ নম্বর পেয়ে এবার উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় দশম স্থান অধিকার করেছে। দীপ বীরভূমের বোলপুরের নিচুপট্টি নিরোধ বরণী উচ্চ বিদ্যালয়ের ছাত্র।