মুখ্যমন্ত্রীর ঘোষণার পর মুর্শিদাবাদে নতুন মহকুমা ‘ফরাক্কা’ গঠনের প্রক্রিয়া শুরু করল প্রশাসন

মুর্শিদাবাদ জেলায় নতুন মহকুমা গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার কেন্দ্রবিন্দু হবে ফরাক্কা। ফরাক্কা, সামশেরগঞ্জ, সূতি-১ এবং সূতি-২ ব্লককে মিলিয়ে এই নতুন প্রশাসনিক বিভাগ গড়ে তোলা হবে। ৬ মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূতির ছাবঘাটি এলাকায় এক প্রশাসনিক বৈঠক থেকে নতুন মহাকুমা গঠনের ঘোষণা দেন। এরপর থেকেই কাজ শুরু হয়েছে।

জানা গেছে, নবান্ন থেকে জেলা প্রশাসনের কাছে প্রতিটি ব্লকের জনসংখ্যা ও সংশ্লিষ্ট তথ্য চেয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি, মহাকুমা শাসকের জন্য স্থায়ী অফিস এবং বাসভবন তৈরির প্রক্রিয়াও দ্রুতগতিতে শুরু করার নির্দেশ এসেছে। আপাতত জরুরি ভিত্তিতে অস্থায়ী অফিস ও বাসস্থানের ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সব ছুটি বাতিলের খাতায়! অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ জারি করল স্বাস্থ্য মন্ত্রক

এই চারটি ব্লক এতদিন পর্যন্ত জঙ্গিপুর মহাকুমার অন্তর্গত ছিল। কিন্তু জনসংখ্যা বেড়ে যাওয়ায় এত বড় এলাকার প্রশাসনিক দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছিল জঙ্গিপুরের মহাকুমাশাসকের কাছে। সাধারণ মানুষকেও প্রয়োজনীয় কাজের জন্য দূরে এসডিও অফিসে যেতে হতো, ফলে অসুবিধার সম্মুখীন হতে হত। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে এই সমস্যার দ্রুত সমাধান হতে চলেছে। শক্তিশালী প্রশাসনিক পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে, সূতির কেডি বিদ্যালয় প্রাঙ্গণের সভা থেকে নতুন মহাকুমা ঘোষণার কথা জানানো হয়।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ফরাক্কা, ধুলিয়ান (সামশেরগঞ্জ) ও সূতি বিধানসভা এলাকা সাধারণত লোকসভা নির্বাচনের সময় মালদহ দক্ষিণ কেন্দ্রের অন্তর্গত হলেও বিধানসভা নির্বাচনে এগুলি মুর্শিদাবাদ জেলার অন্তর্ভুক্ত হয়। প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্যই নতুন মহাকুমা গঠনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে নতুন মহাকুমার কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের আর দূরে যেতে হবে না, সূতি, ফরাক্কা ও ধুলিয়ানের মাঝামাঝি কোনও জায়গায় মহাকুমা অফিস গড়ে তোলা হবে।

রাজনৈতিক মহলের মতে, এই সময়ে নতুন মহাকুমা গঠনের সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, নবান্ন থেকে আসা নির্দেশিকা অনুযায়ী দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে। প্রাথমিক পর্যায়ে চাওয়া তথ্য পাঠানো হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সূত্রের খবর, ফরাক্কার এসডিপিও অফিসে নতুন মহাকুমাশাসকের অস্থায়ী অফিস গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকেই দ্রুততার সঙ্গে কাজ এগোচ্ছে। জঙ্গিপুর মহাকুমায় ইতিমধ্যেই দুটি পৃথক পুলিশ মহাকুমা ছিল জঙ্গিপুর এবং ফরাক্কা। এবার নতুন মহাকুমার জন্য এক জন নতুন এসডিও নিয়োগ করা হবে, যিনি প্রাথমিকভাবে ফরাক্কার এসডিপিও অফিস থেকেই দায়িত্ব সামলাবেন বলে মনে করা হচ্ছে।