ভ্রমণপিপাসুদের এক চিরচেনা দুশ্চিন্তা হল ভিসা সংক্রান্ত জটিলতা। কোথাও বেড়াতে যাওয়ার আগে কাগজপত্র জোগাড়, ইন্টারভিউ, অপেক্ষার পালা আর অনুমোদনের জন্য প্রচুর ঝক্কি পোহাতে হতো। তবে এবার সেই সমস্যার দিন প্রায় শেষের পথে। সূত্র বলছে, ভারতীয় পাসপোর্টধারীরা এখন ভিসা ছাড়াই ঘুরে বেড়াতে পারবেন বিশ্বের ৫৮টি দেশে। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। এই দেশগুলো ভ্রমণের জন্য আর আলাদাভাবে ভিসা সংগ্রহের ঝক্কি পোহাতে হবে না। ইচ্ছেমতো প্লেনে চেপে রওনা হতে পারবেন নতুন গন্তব্যের উদ্দেশ্যে।
২০২৫ সালের Henley Passport Index-এর রিপোর্ট অনুযায়ী, ভারতীয় পাসপোর্টের স্থান ৮১তম। যদিও এই র্যাঙ্ক খুব উজ্জ্বল নয়, তবে ৫৮টি দেশে ভিসা-মুক্ত প্রবেশের সুযোগ নিঃসন্দেহে ভারতীয় পাসপোর্টের গুরুত্ব অনেক বাড়িয়ে দিয়েছে। এই তালিকায় রয়েছে এমন অনেক স্বপ্নের দেশ, যেখানে ঘুরে বেড়ানোর স্বপ্ন দেখে থাকেন বহু মানুষ। যেমন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মরিশাস আর মালদ্বীপের মতো জনপ্রিয় গন্তব্যে এখন যাত্রা করা যাবে কোনও ভিসা ছাড়াই।
আরও পড়ুন: ধর্মরাজ পুজো উপলক্ষে জমজমাট বাজি পোড়ানো, মেলা বীরভূমে
সমুদ্রের ধারে নারকেল জল হাতে বিশ্রাম নেওয়া কিংবা ধবধবে সাদা বালির সৈকতে অলস সময় কাটানো, সবই এখন অনেক সহজ। এছাড়াও দক্ষিণ এশিয়ার ভুটান, নেপাল এবং শ্রীলঙ্কার মতো দেশগুলোও এই ভিসামুক্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। প্রাচীন মন্দির, পাহাড়ি ট্র্যাকিং আর বাহারি খাবারের স্বাদ নিতে এবার আর ভিসা সমস্যায় পড়তে হবে না। মোট ৫৮টি দেশের তালিকায় রয়েছে: তানজানিয়া, থাইল্যান্ড, অ্যাঙ্গোলা, বার্বাডোস, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, বুরুন্ডি, মালদ্বীপ, কেপ ভার্দে, কোমোরোস, কুক দ্বীপপুঞ্জ, জিবুতি, ডমিনিকা, ইথিওপিয়া, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি।
ইন্দোনেশিয়া, ইরান, জামাইকা, জর্ডান, কাজাখস্তান, কেনিয়া, কিরিবাতি, মালয়েশিয়া, মরিশাস, মাইক্রোনেশিয়া, মঙ্গোলিয়া, মন্টসেরাট, মোজাম্বিক, মায়ানমার, নামিবিয়া, নেপাল, নিউয়ে, পালাউ, কাতার, রুয়ান্ডা, সামোয়া, সেনেগাল, লাওস, ম্যাকাও, মাদাগাস্কার, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, শ্রীলঙ্কা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিনস, ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু, বানুয়াতু, জিম্বাবুয়ে, মার্শাল দ্বীপপুঞ্জ এবং কম্বোডিয়া।
তবে, একটা বিষয় অবশ্যই মাথায় রাখা দরকার ভিসা প্রয়োজন নেই মানেই যে একেবারে পাসপোর্ট হাতে বিমানবন্দরে গিয়ে প্লেনে উঠতে পারবেন, তা নয়। কিছু কিছু দেশে পৌঁছনোর পর অন-অ্যারাইভাল ভিসা নিতে হতে পারে, আবার কোথাও ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন প্রয়োজন হতে পারে। তাই যাত্রার আগে অবশ্যই গন্তব্য দেশের ভ্রমণ সংক্রান্ত সব নিয়মকানুন ভালো করে জেনে তারপর রওনা দিন।