এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান হলো এমন একটি পদ্ধতি যেখানে আপনি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করেন এবং দীর্ঘ সময়ে ভালো রিটার্ন পান। সঠিক পরিকল্পনার মাধ্যমে নিয়মিত বিনিয়োগ করলে ভবিষ্যতে আপনি উল্লেখযোগ্য মুনাফা অর্জন করতে পারবেন।
বর্তমানে, মিউচুয়াল ফান্ডের এসআইপি থেকে গড়ে প্রায় ১৩% হারে বার্ষিক রিটার্ন পাওয়া যায়। এই কারণে বহু মানুষ ইতিমধ্যেই এসআইপি থেকে ভালো লাভ তুলতে সক্ষম হয়েছেন।
আরও পড়ুন: একই নাম ও নম্বর, একসঙ্গে তিনটি ভিন্ন স্টেশনে আসে একটাই ট্রেন! কোন জাদুতে সম্ভব করলো ভারতীয় রেল?
এখানে বেশ কিছু উদাহরণ দিয়ে সহজে বুঝিয়ে দেওয়া রইলো-
১) ৫,০০০ টাকা মাসিক বিনিয়োগে:
২৫ বছরে মোট বিনিয়োগ হবে ১৫ লক্ষ টাকা। মোট ক্যাপিটাল গেইন হবে প্রায় ৮৪ লক্ষ ৮২ হাজার টাকা। ফলে মোট কর্পাস দাঁড়াবে প্রায় ৯৯ লক্ষ ৮২ হাজার টাকা।
২) ৭,০০০ টাকা মাসিক বিনিয়োগে:
২৫ বছরে মোট বিনিয়োগ হবে ২১ লক্ষ টাকা। ক্যাপিটাল গেইন হবে ১ কোটি ১৮ লক্ষ ৭৫ হাজার টাকা। সবমিলিয়ে মোট কর্পাস হবে প্রায় ১ কোটি ৩৯ লক্ষ ৭৫ হাজার টাকা।
৩) ৯,০০০ টাকা মাসিক বিনিয়োগে:
২৫ বছরে মোট বিনিয়োগ হবে ২৭ লক্ষ টাকা। ক্যাপিটাল গেইন হবে ১ কোটি ৫২ লক্ষ ৬৮ হাজার টাকা। মোট কর্পাস দাঁড়াবে প্রায় ১ কোটি ৭৯ লক্ষ ৬৮ হাজার টাকা।
জানেন কেন নিয়মিত এসআইপি বিনিয়োগ জরুরি?
মিউচুয়াল ফান্ডের বাজার ওঠানামা করে, তাই কখনো কখনো বিনিয়োগের মূল্য কম-বেশি হতে পারে। তবে দীর্ঘমেয়াদে নিয়মিত বিনিয়োগ করে গেলে ঝুঁকি অনেকটা কমে যায় এবং সম্ভাব্য মুনাফা বাড়ে।
বিনিয়োগের আগে কী কী বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে জেনে নিন।
যেকোনো ফান্ডে বিনিয়োগের আগে ভালোভাবে রিসার্চ করুন। ঝুঁকি বোঝার চেষ্টা করুন এবং নিজের আর্থিক লক্ষ্য অনুযায়ী সিদ্ধান্ত নিন। মনে রাখা দরকার, কোনো ডিজিটাল মাধ্যম বা প্ল্যাটফর্ম আপনার ক্ষতির দায় নেবে না। সঠিক বিচার-বিবেচনা করেই বিনিয়োগ করা উচিত।