লাল্টু: মাছ ধরার জালে আটকে গেল আস্ত একটি অজগর। মাছ ধরার জালে এমন আস্ত অজগর আটকে যাওয়ার ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। আর এর পরেই খবর দেওয়া হয় সর্বপ্রেমী অমিত শর্মাকে। খবর পেয়ে অমিত শর্মা তড়িঘড়ি ওই অজগরকে উদ্ধার করার জন্য দুবরাজপুর থেকে ছুটে যান ঘটনাস্থলে।
মাছ ধরার জালে এমন অজগর আটকে যাওয়ার ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাশোল ব্লকের অন্তর্গত পানসিউড়ি গ্রামে। যেখানে মাছ ধরার জন্য দেবুবাবু গ্রামের সেচ ক্যানেলে জাল পেতে ছিলেন। কিন্তু দেখা যায় ওই জালে আটকে পড়েছে একটি চার ফুটের অজগর। তিনি অজগরটিকে জলের মধ্যে আটকে থাকতে দেখতেই দুবরাজপুরের সর্বপ্রেমী অমিত শর্মাকে খবর দেন এবং অমিত শর্মা ঘটনাস্থলে এসে ওই অজগরটিকে জালমুক্ত করেন। অজগরটিকে জালমুক্ত করে উদ্ধার করার পর বন দপ্তরের সহযোগিতায় তাকে অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া হবে বলে জানিয়েছেন অমিত শর্মা।