লাল্টু: দাঁড়িয়ে থাকা ট্রাক্টরকে ধাক্কা মারলো সরকারি বাস। এমন দুর্ঘটনাটি ঘটেছে দুবরাজপুর রানীগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের উপর। রবিবার সাত সকালে এমন দুর্ঘটনাটি ঘটে আলম বাবা মোড়ের কাছে।
জানা গিয়েছে, ওই ট্রাক্টরটি ছাই বোঝাই করে আনার পর দুর্ঘটনা স্থলে ছাই ফেলার জন্য দাঁড়িয়েছিল। এমন অবস্থায় সিউড়ি থেকে আসা সরকারি ওই বাসটি ট্রাক্টরটিকে ধাক্কা মারে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই ট্রাক্টরের ইঞ্জিন দুমড়ে মুছে যায়।
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ। ইতিমধ্যেই ট্রাক্টরের মালিকসহ অন্যান্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে পুলিশ ট্রাক্টরের মালিক সহ অন্যান্যদের বুঝিয়ে বাসটিকে তার গন্তব্য দুর্গাপুরের দিকে রওনা দেওয়ার বন্দোবস্ত করে।
এই দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাক্টরের চালক। ট্রাক্টরের চালক আহত হওয়ার পাশাপাশি বেশ কিছুটা সময় ১৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ পরে ট্রাক্টরটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।