লাল্টু: শুভেন্দু গড়ের চালান দিয়ে বীরভূমে অবৈধভাবে বালি পাচার! পূর্ব মেদিনীপুরকে শুভেন্দুর গড় হিসাবেই ধরা হয়ে থাকে। আর সেখানকার চালান দিয়ে বীরভূমে অবৈধভাবে বালি পাচারের ঘটনায় রীতিমতো অবাক পুলিশ। এই ঘটনায় পুলিশ নড়েচড়ে বসতেই আটক করা হয় একটি বালি বোঝাই ডাম্পার, গ্রেফতার করা হয় ওই ডাম্পারের চালককে।
অবৈধ বালি পাচার ঠেকানোর জন্য বীরভূমের বিভিন্ন প্রান্তে যখন পুলিশি ধরপাকড় চলছে, সেই সময় ইলামবাজার থানার জয়দেবের অজয় নদ থেকে একটি ১৮ চাকার ডাম্পারে বালি বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। ওই ডাম্পারটিকে দুবরাজপুর থানার কর্তব্যরত পুলিশ পানাগর দুবরাজপুর রাজ্য সড়কের হেতমপুরের কাছে আটকাই এবং বৈধ-নথি দেখতে চাই।
পুলিশ যখন আটক করে তার কিছুক্ষণ পর ওই ডাম্পারের চালক পূর্ব মেদিনীপুরের তমলুকের বালির চালান হোয়াটসঅ্যাপে পুলিশকে দেখান। এরপরই দুবরাজপুর থানার পুলিশ নড়েচড়ে বসে, কেননা তাদের সন্দেহ হয় এইটুকু সময়ের মধ্যে কিভাবে পূর্ব মেদিনীপুর থেকে ডাম্পার বোঝাই বালি চলে এলো দুবরাজপুরে।
ঘটনার বিষয়ে পুলিশ নড়েচড়ে বসতেই জানা যায়, পুরোটাই অবৈধভাবে এবং চালাকি করে বালি পাচারের কাজ করা হচ্ছিল। আর এরপরই পুলিশ ওই ডাম্পারটিকে আটক করে এবং চালককে গ্রেপ্তার করে। ওই চালককে বৃহস্পতিবার আদালতে তোলা হয়।
অন্যদিকে একইভাবে দুবরাজপুর থানার পুলিশ অবৈধভাবে বালি বোঝাই করার অভিযোগে একটি ট্রাক্টর আটক করে। যে ট্রাক্টরটি দুবরাজপুরের লোভা এলাকার অজয় নদ থেকে বালি তুলে পাচার করার চেষ্টা চালাচ্ছিল।