একাদশ শ্রেণির পড়ুয়ার হাতে তৈরি অবিশ্বাস্য ড্রোন। যে ড্রোন কন্ট্রোল করার জন্য লাগে না কোন রিমোট অথবা অন্য কিছু। আগে থেকে এই ড্রোনে কোন কমান্ড সেট করে রাখলেই ড্রোনটি নিজে থেকে সেই কাজ করে আবার নিজের জায়গায় ফিরে আসে। অনেকটা যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হওয়া অথবা বর্তমান অত্যাধুনিক যুগে এক জায়গা থেকে অন্য জায়গায় বিভিন্ন জিনিসপত্র দিয়ে আসার ক্ষেত্রে এই ধরনের ড্রোন ব্যবহার করা হয়।
আরও সহজ ভাবে যদি বলা যায় তাহলে বলতে হয়, ধরুন কেউ ৫০ কিলোমিটার দূরে থাকা একটি বাড়িতে কিছু জিনিসপত্র পৌঁছে দিতে চায়। কম্পিউটারের মাধ্যমে সেই জায়গার লোকেশন সহ অন্যান্য যাবতীয় তথ্য সেট করে দেওয়া হলে ড্রোনটি নিজে থেকেই ওই জায়গায় পৌঁছে নিজের কাজ করে ফিরে আসবে।
আরও পড়ুন: ব্যাঙ্ককর্মীর কাজে সন্তুষ্ট না অসন্তুষ্ট? এবার কিউআর কোড স্ক্যান করে সরাসরি জানাতে পারবেন গ্রাহকরা
এমন অত্যাধুনিক একটি ড্রোন তৈরি করেছে বীরভূমের বোলপুরের নিচু বাঁধগড়ার একাদশ শ্রেণির পড়ুয়া কাশিদ মোল্লা। সে আসলে পারুই এলাকার একজন পড়ুয়া, তবে বর্তমানে বোলপুরে থাকে এবং নব-নালন্দা শান্তিনিকেতন উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করে।
কাশিদ বাড়ির ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ এবং বাইরে থেকে কিছু জিনিসপত্র কিনে এই ড্রোনটি তৈরি করেছে। ড্রোনটি তৈরি করতে এক লক্ষ টাকার বেশি খরচ হয়েছে। যদিও অনেকগুলি ড্রোন একসাথে বানানো হয় তাহলে খরচ ৫০ হাজার টাকারও কম হবে বলে দাবি করেছে সে।
কাশিদ যে ড্রোনটি তৈরি করেছে সেই ড্রোনটি দেড় কিলো পর্যন্ত ওজন বহন করতে পারবে। ২০ থেকে ২৫ মিনিট উড়তে পারবে এবং বিনা বাধায় ১০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। তবে কাশিদ জানিয়েছে, এই ড্রোনকে যদি মডিফাই করা হয় তাহলে আরও অনেক বেশি সময় এবং অনেক দূরত্ব অতিক্রম করতে সক্ষম। এমনকি সে এটাও দাবি করেছে, বর্তমান ভারত পাকিস্তান সংঘাত আবহে তার এই ড্রোন কাজে লাগতে পারে অনেকটাই।